ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলায় চেয়াম্যান পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৫-১৯ ১৫:১৬:১৯

 ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে আগামীকাল ২১শে মে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 

 ভোট গ্রহণ উপলক্ষ্যে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর বিধি নিষেধ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৪দিন এ নির্দেশনা বহাল থাকবে। এছাড়াও ভোটের দিন নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন। ভোট কেন্দ্রে নিরাপত্তায় থাকছে ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দুই জন প্রার্থী। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এস এম নওয়াব আলী। তিনি এবার ‘আনারস’ প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়াও রাজবাড়ী সরকারী কলেজে ছাত্র সংসদের সাবেক ভিপি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল লড়ছেন ‘দোয়াত-কলম’ প্রতীক নিয়ে।

 রকিবুল হাসান পিয়াল গত উপজেলা পরিষদের নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও পিয়াল তিন মাসের বেশি সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন। সদর উপজেলায় পিয়ালের ভলো জনপ্রিয়তা রয়েছে। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী আওয়ামী লীগের প্রবীণ নেতা। তিনি রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সদস্য রয়েছেন। এই নির্বাচনে তিনি জেলা আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।

 এছাড়াও রাজবাড়ী সদরে ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে ১০ জন লড়ছেন। তারা হলেন- রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক(মাইক) প্রতীক, নাহিদুল আলম রাজু(গ্যাস সিলিন্ডার), গণেশ মিত্র(পালকি), মোঃ আব্দুল মান্নান মুসল্লী(চশমা), মোঃ ইয়াসির আরাফাত রামিম(তালা), মোঃ মোহন মোল্লা(টিউবওয়েল), মোঃ রায়হান চৌধুরী(বৈদ্যুতিক বাল্ব), মোঃ রাশেদুল হক অমি(বই), মোঃ শাহীন মোল্লা(উড়োজাহাজ) ও হরিপদ সরকার রানা(টিয়া পাখি) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। 

 সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হয়েছেন। এদের মধ্যে মোছাঃ আলেয়া বেগম (বৈদ্যুতিক পাখা), মোছাঃ চম্পা খাতুন(প্রজাপতি), মোছাঃ মর্জিনা বেগম(সেলাই মেশিন), লুৎফুন নাহার(ফুটবল), শাহিনুর আক্তার(হাসঁ) ও হামিদা বেগম(কলস) প্রতীক নিয়ে লড়ছেন।

 উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলা ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৫টি। ভোট কক্ষের সংখ্যা মোট ৭৬৯টি। এর মধ্যে স্থায়ী ৭২২টি ও অস্থায়ী ৪৭টি। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৬৪০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ১২৯ জন ও মহিলা ১ লাখ ৫২ হাজার ৫০৫ জন।

 বালিয়াকান্দি উপজেলা ঃ আগামীকাল ২১শে মে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুরু থেকেই বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে কয়েকটি সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি ইউনিয়ন ছিল উত্তপ্ত। বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। 

এ নির্বাচনে প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। তার প্রতীক ‘আনারস’। অপর প্রার্থী এহসানুল হাকিম সাধন। তিনি ‘মোটর সাইকেল’ প্রতীক নিয়ে লড়ছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গত উপজেলা নির্বাচনে তিনি পরাজিত হলেও এবার জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছেন।

 অনারস প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি একজন প্রবীণ নেতা। তিনি ৪বার নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। অভুতপূর্ব জনপ্রিয়তার কারণে সে সময়ে তার কোন প্রতিদ্বন্দী ছিল না। এরপর ২০০৯ সাল থেকে টানা ৩য় বারের মত তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন। প্রবীণ নেতা হিসেবে বালিয়াকান্দি উপজেলায় তার অবস্থান ভালো। তবে এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

 এছাড়াও বালিয়াকান্দি উপজেলা নির্বাচনে ৬জন ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে লড়ছেন। তারা হলেন- আবুল কালাম আজাদ(মাইক), মতিয়ার রহমান(টিউবওয়েল), মোঃ আবুল কালাম আজাদ(টিয়া পাখি), মোঃ বাদিরউজ্জামান(উড়োজাহাজ), মোঃ মনিরুজ্জামান মনির(তালা), সনজিৎ রায়(চশমা) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

 এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর সেলিম(কলস), খোদেজা বেগম(হাঁস) ও মৌসুমি আক্তার(ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

 বালিয়াকান্দি উপজেলা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৯টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৪৬০টি। এর মধ্যে স্থায়ী ৪৪০টি ও অস্থায়ী ২০টি। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৮৬৯ জন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার ৮৩ জন ও মহিলা ৮৮ হাজার ৭৮৬ জন।

ে জলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম বলেন, নির্বাচনে আমাদের সব প্রস্তুতি সম্পূর্ন হয়েছে। আজ সোমবার সকালে তিন উপজেলায় ভোটের সরঞ্জামদি পৌঁছে দেওয়া হবে।

 রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা) বলেন, জেলার ৩টি উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিন উপজেলায় মোট ৯৪০ জন পুলিশ সদস্য ও ৩হাজার ১৭১ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও সাদা পোশাকে পুলিশ নির্বাচনের মাঠে কাজ করবে।

 উল্লেখ্য, নির্বাচনে তিন উপজেলায় ৬ প্লাটুন(১২০) জন বিজিবি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান(র‌্যাব) স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৩ প্লাটুন(৬০) জন নির্বাচনের মাঠে কাজ করবে। এছাড়াও নির্বাচনে ভোটের মাঠে জেলা প্রশাসনের ২৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবে।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ