ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
গোয়ালন্দ উপজেলায় চেয়ারম্যান পদে মোস্তফা মুন্সী ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান পুনরায় নির্বাচিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৫-২১ ১৬:৩৩:৪২

দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল ২১শে মে গোয়ালন্দ উপজেলায় বিপুল ভোটের ব্যবধানে আনারস প্রতীকের প্রার্থী মোঃ মোস্তফা মুন্সী বেসরকারী ভাবে পুনরায় চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন।

 জানা গেছে, গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে ২৯ হাজার ৭৪৫ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী মোঃ মোস্তফা মুন্সী বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান পেয়েছেন ৯ হাজার ৬১৬ ভোট পেয়েছেন। 

 ভাইস চেয়ারম্যান পদে মোঃ আসাদুজ্জামান চৌধুরী টিয়া প্রতীক নিয়ে ২০ হাজার ৫৯ ভোট পেয়ে পুনরায় বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল বাতেন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট পেয়েছেন। এছাড়া অপর ভাইস চেয়ারম্যান প্রার্র্থী মোঃ হুমায়ুন কবির পলাশ টিউবয়েল প্রতীক পেয়েছেন ৮ হাজার ৪২৩ ভোট।

 মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ আফরোজা রাব্বানী (কলস) প্রতীকে ১৫ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ ছালেহা আক্তার বুলবুলি(হাঁস) প্রতীক পেয়েছেন ১৪ হাজার ৬২১ ভোট। অপর প্রার্থী মোছাঃ নার্গিস পারভীন(ফুটবল) প্রতীক পেয়েছেন ৮ হাজার ৩০৪ ভোট।

 গোয়ালন্দ উপজেলায় ৪১টি কেন্দ্রে মোট ভোটার ছিল ১ লক্ষ ১হাজার ১৪৩ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে মোট বৈধ ভোট পড়েছে ৩৯ হাজার ৩৬১টি। বাতিল হয়েছে ৮৩৪ টি। সর্বমোট ভোট পড়েছে ৪০ হাজার ১৯৫টি। ভাইস চেয়ারম্যান পদে মোট বৈধ ভোট ৩৯ হাজার ৫টি। বাতিল হয়েছে ১১৮৯টি। সর্বমোট ভোট পড়েছে ৪০ হাজার ১৯৪টি। মহিলা ভাইস চেয়ারম্যান বৈধ ভোট পড়েছে ৩৮ হাজার ৮২৪টি। বাতিল হয়েছে ১৩৬৬টি। প্রদত্ত মোট ভোট ৪০ হাজার ১৯০টি।

 উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বেসরকারীভাবে উপজেলা পরিষদ সভাকক্ষে এ ফলাফল ঘোষণা করেন।

 এ সময় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান ও উপজেলা কৃষি অফিসার মোঃ খোকন উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পাংশার পাট্টায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা স্বামী রতন গ্রেপ্তার॥আদালতে স্বীকারোক্তি
বালিয়াকান্দি ইউএনও অফিসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম আসলাম সড়ক দুর্ঘটনায় নিহত
পাংশার পাটিকাবাড়ীতে জমি নিয়ে বিরোধ
সর্বশেষ সংবাদ