ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী শিল্পকলা একাডেমীতে শিশুদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-২৭ ০৭:৩৯:০৫

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে গতকাল ২৬শে মে সকালে কর্মজীবী কল্যাণ সংস্থার(কেকেএস) আয়োজনে পথে বসবাসরত ও পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। 

 দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা), জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান ও কেকেএস’র প্রকল্প ব্যবস্থাপক শাহাদৎ হোসেন বক্তব্য রাখেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন কেকেএস’র নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বার। স্বাগত বক্তব্য দেন কেকেএস’র সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম।

 এ সময় বক্তারা বলেন, শিশুরা সাধারণত ফুল, ফল, নদী ও গাছপালার ছবি আঁকে। কিন্তু এখানে যে শিশুরা ছবি এঁকেছে। তারা একটু আলাদা। তাদের জন্ম একটি ভিন্ন জায়গায়। ভিন্ন পরিস্থিতে। আমাদের সমাজ থেকে তারা বিছিন্ন। তাদেরকে প্রতিটা মূহুর্ত সংগ্রামের মধ্য দিয়ে বাঁচতে হয়। আজকে যেসব অঙ্কিত ছবি প্রদর্শিত হয়েছে। ছবি কথা বলে। ছবির দিকে তাকালে তার অর্থ বোঝা যায়। অঙ্কিত চিত্র কর্মে শিশুরা তাদের জীবনযাপনের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে। এসব শিশুরা যাতে স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে সে বিষয়ে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। 

 প্রদর্শনীতে ৬৫জন শিশুর অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শিত হয়। প্রদর্শনীতে ‘আমিও তো হতে পারতাম ডাক্তার, শিক্ষক কী?’ লেখা হাত দিয়ে মুখ ঢাকা ছবি প্রদর্শিত হয়েছে।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ