রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর পৌর নিউ মার্কেটে গতকাল ২৬শে মে বিকালে আরএফএল’র এক্সক্লুসিভ শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শো-রুমের উদ্বোধন করেন রাজবাড়ীর পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। এ সময় আরএফএল কোম্পানীর মার্কেটিং অফিসার আর.এম তাপস কুমার দাশ, এক্সকিটিউভ অফিসার মোঃ শাজাহান, মোঃ আফাজ আলী, মোঃ সোহাগ ও আরএফএল’র এক্সক্লুসিভ এর প্রোপাইটর তৌফিক আহমেদ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয় -মাতকণ্ঠ।