ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
আগামী অর্থ বছরের জন্য বরাট ইউপির ২ কোটি ৮ লক্ষ টাকার বাজেট ঘোষণা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-৩০ ১৬:২৯:২০

 আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ২ কোটি ৮ লক্ষ ৭হাজার ৮৪৯ টাকার বাজেট ঘোষণা করেছে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদ। 

 গত ২৯শে মে দুপুরে বরাট ইউনিয়ন পরিষদে উন্মুক্ত সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য এ বাজেট ঘোষণা করা হয়। 

 বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান কাজী শামসুদ্দিন ও সভা সঞ্চালনা করেন ইউপি সচিব(অঃ দাঃ) গোলাম মোস্তফা।

 ইউপি সচিব গোলাম মোস্তফা জানান, এবারের বাজেটে প্রত্যাশিত রাজস্ব আয় ধরা হয়েছে ২৭ লক্ষ ৫০ হাজার ১৩১ টাকা ও প্রত্যাশিত উন্নয়ন প্রাপ্তি ধরা হয়েছে ১ কোটি ৮০ লক্ষ ৫৭ হাজার ৭১৮ টাকা।

 এছাড়া বসত বাড়ীর গৃহ ট্যাক্স নির্ধারণ করা হয়েছে ৭ লক্ষ ৫০ হাজার টাকা। আর হাট বাজারের ইজারার প্রাপ্তি হিসেবে ধরা হয়েছে ২ লক্ষ ৫০ হাজার টাকা ও উন্নয়ন হিসাব প্রাপ্তি হিসেবে উন্নয়ন সহায়তা তহবিলে ১৬লক্ষ টাকা ধরা হয়েছে। 

 অপরদিকে, সর্বোচ্চ ব্যয় ৬৫ লক্ষ টাকা ধরা হয়েছে যোগযোগ উন্নয়ন খাতে। এছাড়াও চেয়ারম্যান ও ইউপি সদস্যগণের সম্মানী ভাতা বাবদ ধরা হয়েছে ৬ লক্ষ ৯৯ হাজার ৬০০ টাকা।

 উন্মুক্ত বাজেট সভায় সংক্ষিপ্ত বক্তব্যে সহকারী শিক্ষক মোঃ বছির বলেন, বরাট ইউনিয়ন পরিষদ থেকে পূর্বে এলজিএসপি থেকে বিদ্যালয়ে উন্নয়ন কাজ করা হতো। কিন্তু বর্তমান এলজিএসপি না থাকায় শিক্ষা খাতে তেমন উল্লেখ্যযোগ্য উন্নয়ন কাজ হচ্ছে না। 

 কৃষক মোঃ আব্দুর রশিদ শেখ বলেন, বাজেটে কৃষকের জন্য সেচ ও ড্রেন নির্মাণের বন্দোবস্ত করতে হবে।

 ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল হালিম মিয়া বলেন, বরাট ইউনিয়ন নদী ভাঙ্গন ও প্রাকৃতিক দূর্যোগের কারণে ইউনিয়নের অনেক বসতি স্থানারিত হয়েছে এবং মানুষ ট্যাক্স প্রদানে অনিহা দেখাচ্ছে। কিন্তু উন্নয়নের সেবা পেতে জনগণের ট্যাক্সের বিকল্প নেই। 

 এছাড়াও ইউপি সদস্য গোলাপ আলী সরদার, মোঃ রিপন মৃধা, শহিদুজ্জামান রাজা মোল্লা, নারী ইউপি সদস্য নার্গিস বেগম প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ