সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে গতকাল ৩০শে মে বিকালে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সজ্জনকান্দাস্থ বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা জেলা বিএনপির যুগ্-আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম বকুল, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ খালেক, জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোছাঃ ইয়াছমিন আক্তার পিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহা আলম, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, জাসাসের জেলার সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান পলাশ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ওমর ফারুক, ছাত্রদলের নেতা আল আমিন খানসহ অন্যন্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের জেলার সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন।