ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
হেলথ কাভারেজ সেবা প্যাকেজের আওতায় রাজবাড়ীতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-৩০ ১৬:৩০:৩৮

 স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন প্রকল্পের আওতায় ইনভার সেল হেলথ কাভারেজ সেবা প্যাকেজের আওতায় এসডিজি এবং স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে রাজবাড়ী জেলায় ব্রান্ডিং গাড়ীর মাধ্যমে সচেতনতামূলক কাম্পেইন ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 গতকাল ৩০শে মে সকালে রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয় ও আজমীর ইন্টারন্যশনাল কনসালল্টিং ফার্মের সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এই কার্যক্রম শুরু হয়। এ সময় সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা ও কনসালল্টিং ফার্ম আজমীর ইন্টরন্যাশনালের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য যে, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ ও সাফল্য অর্জনসহ  এসডিজি এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্যসেবা সম্পর্কে রাজবাড়ীরসহ দেশের সাধরণ জনজনগণকে সচেতন করাই এই কার্যক্রমের উদ্দেশ্য। যার আওতায় সরকার জনসাধারনের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক,  মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য বিভাগের ডিজিটাইলেশন কার্যক্রমের বিভিন্ন বিষয়ে ভিডিও/অডিও ডকুমেন্টারি প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ