ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন
  • মনির হোসেন
  • ২০২০-১০-১৩ ১৫:০৬:২৩
কালুখালী উপজেলায় গতকাল ১৩ই অক্টোবর সরকারী খাদ্য বান্ধব কর্মসূচীর ১০টাকা কেজি দরের চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের চাল বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে।
  গতকাল ১৩ই অক্টোবর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাটের ডিলার মতিউর রহমানের দোকানে ৬১০, বোয়ালিয়া মোড়ের ডিলার বারেক জোয়ার্দ্দারের দোকানে ৬১০, মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া বাজারের ডিলার মিজানুর রহমানের দোকানে ৫০০ ও ডিলার আলিমুজ্জামান চৌধুরীর দোকানে ৫০১, নিয়ামতপুর মোড়ের ডিলার আব্দুল হাইয়ের দোকানে ৫০০ এবং মাজবাড়ী ইউনিয়নের সোনাপুর বাজারের ডিলার জাহাঙ্গীর আলমের দোকানে ৫২৫ জন কার্ডধারীর মধ্যে ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে এই চাল বিক্রয় করা হয়। 
  এ সময় বাংলাদেশ হাটের ডিলারের দোকানে ট্যাগ অফিসার(তদারকি কর্মকর্তা) হিসেবে ইউনিয়ন স্বাস্থ্য সহকারী জাহিদুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, ডিলার মতিউর রহমান, বোয়ালিয়া মোড়ের ডিলারের দোকানে ট্যাগ অফিসার হিসেবে সিএইচসিপি শাহনাজ সরকার, ডিলার বারেক জোয়ার্দ্দার, মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া বাজারের ডিলারের দোকানে ট্যাগ অফিসার হিসেবে সিএইচসিপি আফরোজা বেগম, ডিলার মিজানুর রহমান, ডিলার আলিমুজ্জামান চৌধুরীর দোকানে ট্যাগ অফিসার হিসেবে মৃগী ইউনিয়ন স্বাস্থ্য সহকারী সাইফুল ইসলাম, ডিলার আলিমুজ্জামান চৌধুরী, নিয়ামতপুর মোড়ের ডিলারের দোকানে ট্যাগ অফিসার হিসেবে সিএইচসিপি নিলুফা ইয়াসমিন, ডিলার আব্দুল হাই, মাজবাড়ী ইউনিয়নের সোনাপুর বাজারের ডিলারের দোকানে ট্যাগ অফিসার হিসেবে সিএইচসিপি শেখ আশরাফুল আলম, ডিলার জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 
  করোনাকালী এই সময়ে সরকারী খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের চাল পেয়ে কার্ডধারী সুফলভোগীরা প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ