ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
বিশ্ব তামাকমুক্ত দিবসে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৪-০৬-০১ ১৪:১৯:০৮

 ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৩১শে মে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। 

 দিবসটি পালন উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের আম্রকানন চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে কলেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকারের উপ-পরিচালক(উপ-সচিব) আসাদুজ্জামান রিপন বক্তব্য রাখেন।

 সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, চেম্বার-অব কমার্সের সহ-সভাপতি জাকির হোসেন, রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ  উপস্থিত ছিলেন।

 আলোচনা সভাতে বক্তারা বলেন, ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী তামাক। নিজে ধূমপান না করাই যথেষ্ট নয়, পরোক্ষ ধূমপান থেকেও রক্ষা পেতে হবে। তামাকের এ ভয়াবহতা রোধে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন সঠিক ভাবে বাস্তবায়ন করতে হবে।

 
ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ