ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
পাংশা থানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ বিক্রেতা গ্রেপ্তার
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৬-০৪ ০৪:৫৩:০২

 রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গতকাল ৩রা জুন সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার গাঁড়াল গ্রামের পলাশ মাহমুদের বাড়ীর পাশে পাকা রাস্তার উপর থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা দ্বীন ইসলাম (৫৮)কে গ্রেফতার করেছে।

 ধৃত দ্বীন ইসলাম কুষ্টিয়া জেলার কুমারখালী থানার দক্ষিণ রামকৃষ্ণপুর গ্রামের মৃত হাছেন আলীর পুত্র।

 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদারের সার্বিক  তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক(১) সহ সঙ্গীয় পুলিশ গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 এ ঘটনায় এসআই মোহাম্মদ মোজাম্মেল হক বাদী হয়ে দ্বীন ইসলামের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে।

পরাজয়ের ভয়ে আ’লীগ আমলে মিথ্যা মামলা দিয়ে রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন বন্ধ করা হয়  --খৈয়ম
গোয়ালন্দ পৌরসভার ফুটপাত নির্মাণে নিম্নমানের কাজে জনমনে চরম অসন্তোষ॥ঠিকাদারকে চিঠি নজরদিন
দৌলতদিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আর্থিক প্রদান
সর্বশেষ সংবাদ