ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী সদর উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৬-০৫ ০৫:৩২:৫৩

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে ও রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল ৪ঠা জুন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সদর উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতি মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান ও পালকি চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার মোঃ লতিফুল আজাদ বক্তব্য রাখেন।

 এ সময় ফুলবন বেকারীর প্রতিনিধি মোঃ লাল মিয়া, আল্লাহর দান বেকারীর প্রতিনিধি মোঃ আবুল কালাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান।

 বক্তারা উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ে সকলকে সচেতন হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। 

 তারা বলেন, ক্ষতিকর রং, পিগমেন্ট ও প্রিজারভেটিভস মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিভিন্ন বেকারীর তৈরি পেস্ট্রি কেকের ওপর ক্রীমে ব্যবহৃত ফুডকালার ও ক্রীম মানবদেহের জন্য ক্ষতিকর কিনা সে বিষয়ে পরীক্ষা নিরিক্ষা করার আহ্বান জানানো হয় নিরাপদ খাদ্য অধিদপ্তরের প্রতি। এছাড়াও আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে বিভিন্ন ফ্যাক্টারিতে প্রস্তুতকৃত সেমাই মানসম্মত ভাবে তৈরি করা হচ্ছে কিনা সে বিষয়ের প্রতি নজর দিতে আহ্বান জানানো হয়। 

 সভায় হোটেল-রেস্তোরা ও পথ খাবারে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ