ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
উড়াকান্দায় জাটকা ইলিশ সংরক্ষণ উপলক্ষ্যে সচেতনতামূলক সভা
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০৬-০৫ ১৬:৪১:৫৫

“ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে গতকাল ৫ই জুন বিকেলে উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা ইলিশ সংরক্ষণ উপলক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 রাজবাড়ী সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার মোস্তফা আল রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান বক্তব্য রাখেন। 

 বিশেষ অতিথি হিসেবে বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন শেখ ও দৈনিক মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম এবং অন্যান্যের মধ্যে মৎস্যজীবীদের প্রতিনিধি মোঃ ইউনুস বক্তব্য রাখেন। 

 এ সময় বরাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল কালামসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

 সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান বলেন, আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়ে যে সম্পদ আছে সেখানে বেশি সময় দিতে হবে। বেশি নজর দিতে হবে। মৎস্যজীবীদের অনেক সচেতন হতে হবে। আজকের এই সভার প্রধান উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন হিসেবে গড়ে তোলা। মৎস্যজীবীদের আরো সজাগ থাকতে হবে। প্রাকৃতিক সম্পদ আমাদের জন্য মহান সৃষ্টিকর্তার আর্শীবাদ। এই সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। মৎস্যজীবীরা আমাদের উন্নয়নের বড় একটি অংশ। আমরা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। তাদেরকে দিয়েই আমরা মৎস্য সেক্টরকে মজবুত করতে চাই। দেশ এখন উন্নয়নের মহাসড়কের অবস্থান করছে। আমাদের দেশের পিছিয়ে পড়া প্রায় ৫লক্ষ মৎস্যজীবীকে সামনে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি মৎস্য অধিদপ্তর নিরালস কাজ করে যাচ্ছে। এই পিছিয়ে পরা জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশে উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার তাদেরকে সাবলম্বী করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মৎস্যজীবীদের বিভিন্নভাবে সরকার সহযোগিতা করে যাচ্ছে। মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করার লক্ষ্যে গরু-বাছুর, হাঁস-মুরগি দিচ্ছে সরকার। নিষিদ্ধকালীন সময়ে জেলেদের চাউল দিচ্ছে। মাছ ধরার জন্য অত্যাধুনিক ট্রলার দিচ্ছে। 

 তিনি আরো বলেন, সরকারের দেওয়া সকল আইন মৎস্যজীবীদের মেনে চলতে হবে। নদীর জাটকা ইলিশ মাছ ধরা যাবে না পহেলা নভেম্বর থেকে ৩১শে জুন পর্যন্ত। নিষিদ্ধকালীন সময়ে মা ইলিশ নিধন করা যাবে না। নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরা যাবে না। বিষ প্রয়োগ বা কারেন্ট শর্ট দিয়ে মাছ ধরা যাবে না। আইন অমান্য করলে মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ আইনে শাস্তি ভোগ করতে হবে।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ