রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৬ই জুন দুপুরে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “বাল্যবিবাহ নিরোধ ঘন্টা” উদ্ভাবনী উদ্যোগের আওতায় অনুষ্ঠানে প্রতিপাদ্য ছিল “আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো/একুশ পার হয়ে”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেনের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন বক্তব্য রাখেন।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারী শিক্ষক আহমেদ ফারুকসহ স্কুলের শিক্ষকমন্ডলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমরা কেউ বাল্যবিবাহ সমর্থন করবো না। আমাদের আশেপাশে যদি দেখি বাল্য বিবাহ হচ্ছে বা করতে যাচ্ছে তাহলে ৯৯৯ ও ৩৩৩ এবং ১০৯ নম্বরে খবর দিবো। এটা আমাদের সবারই দায়িত্ব। আমরা এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ে পড়েছি, এটাতে পড়ার সুযোগ কিন্তু অনেকেই পায় নাই। আমরা জানি মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর ও ছেলেদের ক্ষেত্রে ২১ বছর বিয়ের সর্বনিম্ন বয়স। একটা মেয়ে যদি ১৮ বছর বয়সের আগে বিয়ে হয়ে সন্তান ধারণ করে তাহলে মা এবং সন্তান দুজনেই সুস্থ নাও থাকতে পারে। ছেলেদের ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য তাদেরও ২১ বছরের আগে বিয়ে করলে শরীরের সাভালকত্ব পুরোপুরি আসে না। এই বয়সের আগে যে একটা সংসারের দায়িত্ব নেওয়া, অন্যের দায়িত্ব নেওয়া, বাচ্চার দায়িত্ব নেওয়া এইটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে সম্ভব না। অর্থাৎ একটি ছেলে ২১ বছর হলে সে তার দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে সে প্রস্তুত হয়। ১৮ বছরের আগে একটি মেয়ের বিয়ে হলে শ্বশুড় বাড়িতে গিয়ে সে নিজেকে খাপ খাওয়ানোটা তার জন্য কষ্টকর হয়ে যাবে। কিন্তু যখন ১৮ বছর বা তার বেশি বয়সে বিবাহ হয় সেই মেয়ে সুন্দরভাবে তার শ্বশুড় বাড়ি বা অন্য একটি পরিবারের সাথে খাপ খাইয়ে চলতে পারে।
তিনি আরও বলেন, আমাদের সমাজে এখন পর্যন্ত কিন্তু পুরুষ তান্ত্রিক সমাজ। ছেলেরাই মূলত উপার্জন করে। তবে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে আছে তারাও অর্থনৈতিক কর্মকান্ড করছে এখন। অর্থনৈতিক কর্মকান্ডটাও কিন্তু বিয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ বাল্যবিবাহের যে বয়সটা আছে সেই বয়সে বিয়ে করলে স্বামী বা স্ত্রীর কারও কোন আয় থাকে না। পরের উপর নির্ভর থাকে তারা। বাল্যবিবাহ না হয়ে যদি আমরা উপযুক্ত বয়সে বিয়ে করি তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা যখন আয় করবো, অর্থনৈতিকভাবে যখন স্বাবলম্বী হবো তখন আমাদের পরিবারটা সুন্দর হবে, আমরা সিদ্ধান্তটাও সুন্দরভাবে নিতে পারবো। আমরা বাল্যবিবাহ করবো না, আমরা বাল্যবিবাহকে না বলবো।
এরপর জেলা প্রশাসক আবু কায়সার খান ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীদের শপথ পাঠ করান।