ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৬-০৬ ১৭:৪৬:৪৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই জুন বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

 সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া দূর্যোগপূর্ণ হলেও মুসল্লীরা যাতে নামাজ আদায় করতে পারেন সেজন্য জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নামাজের ব্যবস্থা থাকবে। কোরবানির পশু বেচাকেনার সময় জাল টাকার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পৌরসভার দায়িত্বে সঠিকভাবে কোরবানী বর্জ্য পরিষ্কার করতে হবে। কোরবানির পশুর চামড়া যেন পাচার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আশা করি সম্মিলিত প্রচেষ্টায় সবাই মিলে সুন্দরভাবে পবিত্র ঈদ-উল আযহা উদযাপন করতে পারবো।

 অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, জেলা সমাজসেবার অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম তালুকদার, জেল সুপার মোঃ আব্দুর রহিম, রাজবাড়ী ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর থানার ওসি(তদন্ত) মোঃ এসরাকুল ইসলাম, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী, জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসাইন আব্বাসীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 সভায় নানা সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয়, প্রচলিত রীতি অনুযায়ী ঈদের দিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী ভবনের শীর্ষে স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান বা মালিক কর্তৃক যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

 এছাড়া যথারীতি রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে মহিলাদের নামাজ আদায়ের পৃথক ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানের দক্ষিণ পার্শ্বে আলাদা পর্দা টানিয়ে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হবে। বৃষ্টি কিংবা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জেলা মডেল মসজিদে সকাল ৮টায়। ঈদের প্রধান জামাতের ইমামতি করবেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী এবং বিকল্প ইমাম হিসেবে থাকবে হাফেজ মওলানা আব্দুল্লাহ আল মামুন। 

 এছাড়াও শহরের অন্যান্য জামাতসমূহ এলাকাভিত্তিক মসজিদ বা ঈদগাহ ময়দানে স্থানীয়ভাবে সুবিধামত সময়ে অনুষ্ঠিত হবে।

 রাজবাড়ী পৌরসভা ঈদগাহ ময়দানের প্রবেশ পথ সংস্কার করে যাতায়াতের সুব্যবস্থাসহ অন্যান্য ছোটখাটো মেরামত বা সংস্কার এবং ঈদের আগের দিন বেলা ১১টার মধ্যে ঈদগাহ ময়দান ও ময়দানের চারপাশ পরিষ্কার(প্রয়োজনে ফায়ার সার্ভিস পানি দিয়ে ময়দানটি পরিষ্কারকরণে সহায়তা করবে) করে জামাতের পূর্বে মাঠ নামাজের উপযোগী করার সর্বপ্রকার ব্যবস্থাসহ ঈদগাহ ময়দানের চারপাশে পাইপের দন্ডে রঙিন পতাকা উত্তোলনের ব্যবস্থা করবে।

 এছাড়াও ঈদগাহ ময়দানে পর্যাপ্ত ওজুর পানির ব্যবস্থা এবং ঈদগাহ ময়দানের আশেপাশের স্থানসমূহ সুসজ্জিতকরণ ও ময়দানের প্রবেশ পথে তোরণ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা করবে রাজবাড়ী পৌরসভা।

 অপরদিকে রাজবাড়ী পৌরসভা ও চেম্বার অব কমার্স কর্তৃক রাজবাড়ী সার্কিট হাউজ থেকে শুরু করে রেলগেট ও ঈদগাহ ময়দান পর্যন্ত সড়কের দু’পাশে “ঈদ মোবারক” ও “কলেমা তাইয়্যিবা লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” বাংলা ও আরবীতে লেখা পতাকা ও ব্যানার দ্বারা সজ্জিত করবে। 

 এছাড়াও শহরের মধ্যস্থিত প্রধান সড়ক সজ্জিতকরণ ও উল্লেখযোগ্য মোড়গুলোতে ঈদের শুভেচ্ছা সম্বলিত পোস্টারিং করা হবে। সেই সাথে রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে শহরের প্রধান সড়ক আলোকসজ্জিত করা হবে।

 ঈদের দিন রাজবাড়ী সরকারী শিশু পরিবার, সদর হাসপাতাল ও জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

 এ বিষয়ে সিভিল সার্জনকে আহবায়ক এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, রাজবাড়ী পৌরসভার মেডিকেল অফিসার, জেলা তথ্য অফিসার, জেল সুপার ও রাজবাড়ী কালেক্টরেটের নাজিরকে সদস্য করে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ