ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
কশবামাজাইলে দড়ি বাংলাটে দু’পক্ষের গোলযোগ॥হামলা-ভাংচুর॥৩জন আহত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৬-০৬ ১৭:৪৭:২৩

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির ৭নং ওয়ার্ডের নাবড়াদাহ-দড়িবাংলাট গ্রামে গত ৫ই জুন দিনগত রাতে সামাজিক ও জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে নাজির কাজী ও তরুণ কাজী দুই গ্রুপের মধ্যে গোলযোগে ৭/৮টি বাড়ি-ঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে এবং উভয়পক্ষের তিনজন আহত হয়েছে।

 হামলার ঘটনায় আতিয়ার রহমানের ১টি বসত ঘর, মুসলিমা বেগমের ২টি বসত ঘর, তরুণ কাজীর ১টি বসত ঘর, লাল চাঁদ কাজীর ১টি বসত ঘর, রাকিবুল ইসলাম জনুর ১টি গোয়াল ঘর, আব্দুর রহিম মন্ডলের ১টি টিনের ঘরসহ আরো কয়েকজনের বাড়িঘর কুপিয়ে ক্ষতিসাধন করা হয়েছে।

 গোলযোগে আহতরা হলেন, কাশেম মন্ডলের পুত্র রেজাউল ইসলাম(৪০), মৃত আতোর আলীর পুত্র আজিজ শিকদার(৫০) ও মৃত আদালত শিকদারের পুত্র নায়েব শিকদার(৫২)। এদের মধ্যে রেজাউল ইসলাম স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন এবং আজিজ শিকদার ও নায়েব শিকদার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। স্থানীয়রা এসব তথ্য জানায়।

 জানা যায়, বেশ কিছু দিন ধরে গণিরুদ্দিন মন্ডলের পুত্র আব্দুল জলিল গং এবং মৃত নামদার মন্ডলের পুত্র ইমানত আলী মন্ডল গংদের মাঝে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। আব্দুল জলিল মন্ডল গংদের সামাজিক মক্কেল নাজির কাজী।

 অপর দিকে ইমানত আলী মন্ডল গংদের সামাজিক মক্কেল তরুণ কাজী। জায়গা জমি ও সামাজিক পূর্ব দ্বন্দের জের ধরে আজিজ শিকদার, নায়েব শিকদার ও আজিজুল ইসলাম বুধোর নেতৃত্বে আনসার শিকদারের পুত্র ফরিদ শিকদার ও ওহিদ শিকদার, মৃত আবুল শিকদারের পুত্র দুলাল শিকদার, অতুল শিকদার, মতিন শিকদার পূর্ব পরিকল্পিতভাবে সংগঠিত হয়ে কাজীপাড়ার তাদের অনুসারী কিছু লোকজনকে সাথে করে ধারালো অস্ত্র, রড ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা-ভাংচুর করে। একপর্যায়ে দড়ি বাংলাট বাজারের উপর প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ্য করে তারা গালিগালাজ করে। ওই সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। এরপর মাজাইল হাট থেকে বাড়িতে ফেরার পথে রেজাউল ইসলাম দড়ি বাংলাট বাজারের উপর আজিজ শিকদার ও নায়েব আলী শিকদারকে রক্তাক্ত অবস্থায় দেখে তাদেরকে নিজ বাড়িতে পৌঁছে দিতে গেলে রেজাউল ইসলামকে একা পেয়ে প্রতিপক্ষের মতিন, দুলাল, অতুলসহ তাদের অনুসারীরা রেজাউল ইসলামকে মারধর করে।

 খবর পেয়ে বুধবার রাতেই কশবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল ৬ই জুন পুলিশ গোলযোগপর্ণ এলাকায় টহল দেয়।

 এসআই রবিউল ইসলাম জানান, বুধবার রাতে গোলযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। উভয়পক্ষ নতুন করে গোলযোগ করবে না বলে পুলিশের কাছে প্রতিশ্রুতি দিয়েছে।

 এদিকে গতকাল ৬ই জুন দুপুরে কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ গোলযোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর পরিদর্শন করেন। তিনি উভয় পক্ষের মক্কেলদের শান্ত থাকার জন্য নির্দেশ দেন। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ