মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজবাড়ী জেলা শহরের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি(ওঋওঈ) ব্যাংকের ১৮৮তম শাখার উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৯ই জুন রাজবাড়ী শহরের খলিফা পট্টির হারুন কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা), চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, আইএফআইসি ব্যাংকের ম্যানেজার ব্যাংকিং এবিএম মাসুম, এসএভিপি’র মোঃ সালাউদ্দিন ও ফরিদপুর শাখার ম্যানেজার মাহফুজুল হক প্রমুখ।
আইএফআইসি ব্যাংক রাজবাড়ী শাখার অপারেশন ম্যানেজার দেব রাণী পালের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজবাড়ী ব্রাঞ্চের ম্যানেজার তাজির উজ্জামান, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ছমির হোসেন ও হারুন কমপ্লেক্সের মালিক মোঃ হাবিব শেখ উপস্থিত ছিলেন।