ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
পাংশায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৬-১২ ১৫:৫৪:০৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল ১২ই জুন বিকালে পাংশা সরকারী জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বক্তব্য রাখেন।

 বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান একেএম সাইফুল মোর্শেদ রিংকু, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা পারভীন ইতি ও পাংশা মডেল থানার এসআই মোঃ ফজর আলী বক্তব্য রাখেন। 

 শুভেচ্ছা বক্তব্য রাখেন পাংশা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ফিরোজা পারভীন ও পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) ফকির মোহাম্মদ নূরুল ইসলাম। উপস্থাপনা করেন কবি নজরুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন।

 পাংশা উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মোদাচ্ছের হোসেন, মোঃ আলমগীর হোসেন ও পঙ্কজ কুমার, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 জানা যায়, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কশবামাজাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জলিলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বিলচত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা পর্যায়ের উভয় চ্যাম্পিয়ন দল রাজবাড়ী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

 ফাইনাল খেলা পরিচালনায় সহযোগিতা করেন জুয়েল মাস্টার, আব্দুল করিম, সাইফুল ইসলাম ও ফিরোজ হোসেন।

 

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ