যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ১৩ই জুন পাংশা উপজেলায় এ্যাথলেটিকস প্রশিক্ষণ-২০২৪ এর সমপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩০জন বালক-বালিকা প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজার সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে কাচারীপাড়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, কাচারীপাড়া হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সরিফুল ইসলাম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহকারি শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, কাজী মাজেদ একাডেমীর সহকারি শিক্ষক মোঃ ফিরোজ হোসেন ও পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার সহকারি শিক্ষক আঃ করিম উপস্থিত ছিলেন।