ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
শুক্রবার পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৬-১৫ ১৫:০৭:২২

গত শুক্রবার পদ্মা সেতু দিয়ে ৪৪ হাজার ৩৩টি যান পারাপার হওয়ায় ৪ কোটি ৮০ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে ।

 গতকাল ১৫ই জুন সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু সরেজমিন পরিদর্শনে এসে সেতু বিভাগের সিনিয়র সচিব মোঃ মঞ্জুর হোসেন একথা জানান। 

 ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের মাওয়ায়। পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন তারা। 

 পদ্মা সেতুর টোল প্লাজা ঘিরে গতকাল শনিবার সকাল থেকেই ছিল লম্বা লাইন। প্রাইভেট কার, জীপ, মাইক্রো, বাস-ট্রাক সব ধরনের যানবাহনই সেতু দিয়ে পারাপার হচ্ছে। আর ভিন্ন লেন দিয়ে যাতায়াত করছে মোটর সাইকেল। ভোর থেকে যানবাহনে চাপ বেশি থাকলেও বেলা বৃদ্ধির পর তা কমে আসে। তবে কখনো কখনো যানবাহনের চাপ বেড়ে লাইন লম্বা হয়। আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ নানা পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। 

 এদিকে পদ্মা সেতুর নির্বিঘ্ন ঈদ যাত্রায় মানুষ খুশি।

 
অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের ৪টি অভিযান
বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ: দশ দিনের প্রশিক্ষণ ব্যয় দশ কোটি টাকা
বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা-----প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ সংবাদ