ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কে পথে ঘাটে চাঁদা দিয়ে চলছে অবৈধ মাহেন্দ্র
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০৬-২৩ ১৬:১২:৩৩

 রাজবাড়ী জেলার দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কে পথে ঘাটে চাঁদা দিয়ে অবৈধ মাহেন্দ্র পরিবহন অতিরিক্ত যাত্রী ও ভাড়া নিয়ে চলাচল করেছে। ফলে ঘনঘন ঘটছে দুর্ঘটনা। আহত হচ্ছে যাত্রীরা। থানা পুলিশের খাতায় এসব আহতদের সঠিক নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না।
 কুষ্টিয়া, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, গোয়ালন্দ মোড়, গোয়ালন্দ ও দৌলতদিয়া ঘাটে পৌরসভা ও শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা তুলছে প্রভাবশালীরা। প্রতি দিনেরাত্রে সহস্্রাধিক মাহেন্দ্র দৌলতদিয়া ঘাট পর্যন্ত যাতায়াত করছে। মাগুরা, মধুখালী, ফরিদপুর থেকে ও দৌলতদিয়া ঘাটে ঈদ ফেরত যাত্রী নিয়ে যাচ্ছে। ঢাকা, গাজীপুর, সাভার এলাকার যাত্রী এই রুটে সব চাইতে বেশী চলাচল করে। বিভিন্ন পৌরসভায় মাহেন্দ্র ও সিএনজির পার্কিং টার্মিনাল না থাকলেও চাঁদা আদায় করা হচ্ছে পার্কিং এর নামে। ৫/৭ জন যুবক দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে মহাসড়কে দাঁড়িয়ে চলন্ত মাহেন্দ্র থামিয়ে প্রকাশ্যে চাঁদা নিচ্ছে। প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায় করা হচ্ছে। গত বছর ঈদ মোবারক স্লিপ দেখিয়ে মাহেন্দ্র পরিবহন থেকে চাঁদা আদায় করলে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়। এরপর কিছুদিন চাঁদা আদায় বন্ধ থাকলেও বর্তমানে চাঁদাবাজির রমরমা ব্যবসা চলছে।
 বালিয়াকান্দির মাহেন্দ্র চালক সেলিম জানান, গোয়ালন্দ মোড়ে সিরিয়ালের নামে ১০ টাকার স্থলে ৫০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদার কোন রশিদ দেওয়া হচ্ছে না। চিহ্নিত চাঁদাবাজদের হাতে বড়সর লাঠি রয়েছে। পুলিশ দেখেও না দেখার ভান করে চলছে।
 রাজবাড়ী মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারুন জানান, ঘাটে ঘাটে চাঁদা বন্ধ হলে মাহেন্দ্রর ভাড়াও কমে যাবে। অবৈধ মাহেন্দ্র ও সিএনজি থেকে প্রতিমাসে টোকেন স্লিপ দিয়ে ১হাজার টাকা করে চাঁদা আদায় করা হয়। খানখানাপুর নামক স্থানে সম্প্রতি ট্রাফিক পুলিশ এক ডজন মাহেন্দ্র আটক করলে চাঁদা আদায়ের ঘটনা ফাঁস হয়ে যায়।  
 রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান জানান, পৌরসভায় মাহেন্দ্র টার্মিনাল না থাকলেও টার্মিনাল চার্জ আদায় করা অবৈধ।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ