ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
আওয়ামীলীগ প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় সফলতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশকে স্বাধীন করেছি---রেলমন্ত্রী
  • মীর সামসুজ্জামান সৌরভ/রফিকুল ইসলাম
  • ২০২৪-০৬-২৩ ১৬:১৫:০৭

 রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেছেন, স্বাধীনতা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের সবচেয়ে বড় সফলতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে স্বাধীন করেছি।
 গতকাল ২৩শে জুন দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 সভাপতির বক্তব্যে রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি আরো বলেন, বঙ্গবন্ধুকে দেশি ও বিদেশি চক্রান্তকারীরা হত্যা করল। আমাদেরকে পিছিয়ে দেওয়া হলো। আর স্বাধীনতার ঘোষণা নিয়ে চক্রান্ত শুরু হলো। কিন্তু চক্রান্ত বেশি দিন থাকে না, চক্রান্ত বেশি দিন টিকতে পারে না। মিথ্যাচার বেশি দিন টিকতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতাকে অন্যতম শ্রেষ্ঠ বক্তব্য হিসেবে ঘোষণা দেওয়া হলো। তারপর সমস্ত রকম ষড়যন্ত্র থেমে গেল। আর স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো কথা নাই। বঙ্গবন্ধু একমাত্র নেতা যার পক্ষে সম্ভব ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া। সর্বস্তরের মানুষকে যুদ্ধে নামানো এবং যুদ্ধে জয়লাভ করানো।
 তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আমাদের মাঝে নাই কিন্তু তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা পদ্মা সেতুর মতো একটা সেতু বানাতে পেরেছি। মেট্রোরেলের মতো একটা জনগণের উপকারী বাহন তৈরি করতে পারছি। আজকে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা সহজে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে রাজবাড়ী থেকে ঢাকায় ট্রেনে পৌঁছাতে পারছি। আমাদের রাজবাড়ী থেকে আরও একটা স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। যেটা রাজবাড়ী থেকে ভাঙা হয়ে ঢাকা যাচ্ছে। এটা ফরিদপুরে থামানোর জন্য দাবি করছে, সেখানেও থামানো হবে।
 রাজবাড়ীতে একটা রেলওয়ের কারখানা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, যেটা হবে দেশের সবচেয়ে বড় রেলের কারখানা। ১০৫ একর জমি নিয়ে এই কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে। রাজবাড়ী তো রেলের শহর ছিল। সেই রেল শহরের বিলুপ্তি হচ্ছিল। রেলের শহর হিসেবে রাজবাড়ীর নাম ছিল না। এটা বিএনপির আমলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে রেললাইন উপড়ে ফেলা হয়েছিল। রেল লাইন তুলে বিক্রি করা হয়েছিল। আজকে আমরা রাজবাড়ীকে একটা রেলওয়ে ডিভিশন হিসেবে প্রতিষ্ঠা করার কাজ করছি। রাজবাড়ী রেলওয়ের ডিভিশন হলে সর্বস্তরের মানুষের উপকার হবে। এখানে অনেক মানুষের চাকরি হবে।
 রেলের কারখানা হলে প্রায় এখানে ৫ হাজার লোক চাকরি করতে পারবে। রাজবাড়ীর রেলস্টেশনের টেন্ডার হয়ে গেছে। এখানে সুন্দর দোতালা ভবন হবে। আমরা চাচ্ছি রাজবাড়ীকে একটা রেলের শহর হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন আপনাদের অনেক পরিবর্তন হয়েছে। ঈদযাত্রায় মানুষের সবচেয়ে সর্বোচ্চ পর্যায় রেলপথ। রোজার ঈদে এবং কোরবানির ঈদে প্রত্যেকটি মানুষ যারা রেলে যেতে চাইছে তারা সহজে বাড়ি পৌঁছাতে পারছে। আজকে অনেক পরিবর্তন হয়েছে। রাজবাড়ীতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা শক্তিশালী আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে এমন একটা দল গঠন করব, এমন একটা আওয়ামী লীগ গঠন করব, যাদের নিয়ে কোনো ষড়যন্ত্র করার দুঃসাহস বিএনপি কেন, কেউ করবে না।
 সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আওয়ামী লীগ বাঙালী জাতির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। আওয়ামী সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে বিগত কোনো সরকারের আমলে তা হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে দেশকে উন্নয়নের শিখরের নিয়ে গেছেন। দেশ এখন এমন পর্যায়ে পৌছেছে পৃথিবীর মানুষ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল রাষ্ট্র হিসেবে চেনে।
 জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ও সহ-সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহ-সভাপতি রেজাউল হক রেজা, সহ-সভাপতি সালমা চৌধুরী রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্নী, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, সাধারণ সম্পাদক নাজমুন নাহার সেন্টিসহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
 পরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ