রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে জুন সকাল ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সম্মেলন সহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রথমে সরকারী স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানী মামলা পর্যালোচনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এরপর একই স্থানে পর্যায়ক্রমে জেলা রাজস্ব সম্মেলন, জেলা নদী রক্ষা কমিটি, আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে গঠিত জেলা টাস্কফোর্স, জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি, সরকারী স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানী মামলা পর্যালোচনা কমিটি, ভূ-সম্পত্তি জবর দখলের বিষয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত সংক্রান্ত কার্যক্রম মনিটরিং বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরী, কালুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ খায়রুল ইসলাম এবং জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।