ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে শপথ গ্রহণ করে নিজ এলাকায় ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী ও ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু।
গতকাল ২৬শে জুন দুপুরে তারা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলাবাসীর পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট সফিকুল হোসেন সফিক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিলসহ সদর উপজেলা আওয়ামীলীগসহ ১৪টি ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী বলেন, আমাকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করেছেন। এতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটুকু বলতে পারি, এই পরিষদে সরকারীভাবে যেটুকু বরাদ্দ আসবে তার সবটুকু আমি আপনাদের মাঝে সমভাবে বন্টন করবো। উপজেলাকে ঢেলে সাজিয়ে একটি মডেল উপজেলায় তৈরী করবো। যেখানে থাকবে না কোন মাদক ও সন্ত্রাস, অন্যায়, ঘুষ ও দুর্নীতিকে আমি প্রশ্রয় দেব না। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো সবসময়। আপনারা আমার জন্য দোয়া করবেন।