বাইসাইকেল চালিয়ে ফুড ডেলিভারি করে সংসার চালাতো শামীম(২৫)। খাবার ডেলিভারির জন্য রাস্তায় সাইকেল রেখে দোকান থেকে খাবার সংগ্রহ করতে যায় শামীম। কিছুক্ষণ পর এসে দেখে তার উপার্জনে একমাত্র বাহনটি আর নেই। উপার্জনের একমাত্র বাহন সাইকেলটি হারিয়ে অসহায় হয়ে পড়ে শামীম।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপ থেকে ডেলিভারি বয় শামীমের সাইকেল হারানোর বিষয় নিয়ে পোস্ট করা হয়। পোস্টটি নজরে আসে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমের। পরে গত ২৯শে জুন রাতে তিনি নিজ উদ্যোগে ডেলিভারি বয় শামীমকে একটি সাইকেল উপহার দেন।
ফুড ডেলিভারি বয় শামীম রাজবাড়ী পৌরসভার নিউ কলোনী এলাকার আব্দুল জলিল খানের ছেলে। শামীম প্রায় ৫ বছর ধরে সাইকেল চালিয়ে রাজবাড়ী শহরে ফুড ডেলিভারির কাজ করে আসছে।
জানা গেছে, গত ২৭শে জুন রাত ৮টার দিকে একটি ফুড ডেলিভারির অর্ডার পায় শামীম। পরে সে খাবার সংগ্রহের জন্য রাজবাড়ী শহরের বড় বাজারে হালিম সন্সের সামনে সাইকেল রেখে খাবার আনতে যায়। খাবার নিয়ে এসে দেখে তার সাইকেলটি আর নেই। সাইকেল হারিয়ে অসহায় হয়ে পড়ে সে। শামীমের সাইকেল হারনোর খবর পেয়ে রাজবাড়ীর বিভিন্ন ফুড গ্রুপের এডমিনরা ও ফুড লাভাররা সাইকেলের খোঁজ চেয়ে ও অসহায় শামীমের পাশে দাঁড়ানোর জন্য পোস্ট করে। পোস্টটি নজরে আসে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমের। পরে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম নিজ উদ্যোগে শামীমকে একটি নতুন সাইকেল কিনে দেন।
নতুন সাইকেল পেয়ে ফুড ডেলিভারি বয় শামীম বলেন, আমি সাইকেল চালিয়ে বিভিন্ন বাসাবাড়ি ও অফিসে ফুড ডেলিভারি করে সংসার চালিয়ে থাকি। সাইকেল চুরি হওয়ায় আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে ফেসবুকে অনেকেই আমার সাইকেল হারনোর বিষয়টি পোস্ট করে। এই পোস্টটি নজরে রেজাউল করিম স্যারের। তিনি আজ আমাকে একটি সাইকেল কিনে দিয়েছেন। আজ আজি অনেক খুশি। স্যারের জন্য অনেক দোয়া রইলো।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম বলেন, আমি সবসময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ ও গ্রুপ ফলো করি। গত ২৭শে জুন ফুড ব্যাংক রাজবাড়ী নামের একটি ফেসবুক পেজে ডেলিভারি বয় শামীমের সাইকেল হারনোর বিষয়টি জানতে পারি। ছেলেটি সাইকেল চালিয়ে কষ্ট করে ফুড ডেলিভারি করে সংসার চালায়। আমি তার অসহায়ত্বের জায়গা বুঝতে পেরে নিজ উদ্যোগে একটি সাইকেল উপহার দিয়েছি। সাইকেল হারনোর কষ্টা আমি বুঝি। কারণ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার সাইকেলটিও হারিয়ে গিয়েছিল। আমি সেই সাইকেল নিয়ে টিউশনি করাতে যেতাম। কোন কিছু হারানোর যে কষ্ট সেটা আমি বুঝি।