সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ২০২৩-২০২৪ অর্থ বছরে ‘শুদ্ধাচার পুরস্কার” পাওয়ায় গতকাল ২৯শে জুন সকালে রাজবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, এম মনিরুজ্জামান, কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাবেক সভাপতি আবু মুসা বিশ^াস ও সাবেক সাধারণ সম্পাদক এম দেলোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।