ঢাকা বুধবার, এপ্রিল ৯, ২০২৫
রাজবাড়ীর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৬-৩০ ১৬:০৭:০০

রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল ৩০শে জুন সকালে জেলা প্রশাসক আবু কায়সার খান ও জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। 

 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। 

 এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্বার্থ ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মহুয়া শারমিন ফাতেমা, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

 

পাংশার কুদ্দুস হত্যা মামলায় স্ত্রী’র পরকীয়া প্রেমিক তোজামের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
সর্বশেষ সংবাদ