সিলেট বিভাগ বাদে সারা দেশে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গতকাল ৩০শে জুন থেকে শুরু হয়েছে।
সকাল ১০টা থেকে একযোগে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। সাধারণ শিক্ষাবোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি (সিলেবাস) অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে।
বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা ৮ই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী ৯ই জুলাই থেকে এই বিভাগের সব জেলায় পূর্ব ঘোষিত সময়সূচি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরে প্রকাশ করবে শিক্ষা বোর্ড।
জানা গেছে, চলতি বছর রাজবাড়ী জেলায় মোট পরীক্ষার্থী ৯ হাজার ৬২৭ জন। তাদের মধ্যে ৭ হাজার ২৬৯ জন এইচএসসি, ৫৩৬ জন আলিম(মাদ্রাসা), এইচএসসি (ভোকেশনাল) ২৬৯ জন এবং এইচএসসি(বিএম) ১৫৫৩ জন পরীক্ষার্থী রয়েছে।
রাজবাড়ী সদর উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ২৮৯৪ জন, আলিম(মাদ্রাসা) পরীক্ষার্থী ২০২ জন ও এইচএসসি (ভোকেশনাল) ২৬০ জন এবং এইচএসসি (বিএম) ২৮০ জন সহ মোট ৩৬৩৬ জন। পরীক্ষার প্রথম দিনে জেলায় ১১৭জন অনুপস্থিত ছিল। এর মধ্যে এইচএসসিতে ৭৭ জন, এইচএসসি(ভোকেশনাল) ৭জন, এইচএসসি(বিএম) ৮জন এবং আলিম(মাদ্রাসা) ২৫জন অনুপস্থিত ছিল।
পাংশা উপজেলা এইচএসসি পরীক্ষার্থী ১৯৩৯ জন, আলিম(মাদ্রাসা) ২৪২ জন এবং এইচএসসি(বিএম) ৭৩৪ জন সহ মোট ২ হাজার ৯১৫ জন।
বালিয়াকান্দি উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ১১৪৭ জন, এইচএসসি(বিএম) ৪৫৬ জন সহ মোট ১ হাজার ৬০৩ জন।
গোয়ালন্দ উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ৭৯১ জন, এইচএসসি(ভোকেশনাল) ৯ জন এবং এইচএসসি(বিএম) ৮৩ জন সহ মোট ৮৮৩জন।
কালুখালী উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ৪৯৮ জন, আলিম(মাদ্রাসা) ৯২ জন সহ মোট ৫৯০ জন।
এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৩টি, বালিয়াকান্দি উপজেলার ২টি, পাংশা উপজেলার ৩টি, গোয়ালন্দ উপজেলার ২টি ও কালুখালী উপজেলার ১টি সহ মোট ১১ টি কেন্দ্রে এইচএসসি, রাজবাড়ী সদর উপজেলার ২টি, বালিয়াকান্দি উপজেলার ১টি, পাংশা উপজেলার ২টি, গোয়ালন্দ উপজেলার ২টিসহ মোট ৭টি কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল ও বিএম) এবং রাজবাড়ী সদর উপজেলার ১টি, পাংশা উপজেলার ১টি ও কালুখালী উপজেলার ১টিসহ মোট ৩টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মহুয়া শারমিন ফাতেমা জানান, নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্টদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের গুজব এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে ২৯শে জুন থেকে থেকে ১১ই আগস্ট পর্যন্ত ৪৪দিন দেশের সকলকোচিং সেন্টার বন্ধ থাকবে।