ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বিরল প্রজাতির অসুস্থ ঈগলের দায়িত্ব নিয়েছে আরাম ঘর
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৭-০৩ ১৫:০৬:২০

 আরাম ঘর জীব বৈচিত্র্য রক্ষা কেন্দ্রের হাতে এসেছে একটি অসুস্থ ও বিরল প্রজাতির ঈগল। পাখিটি স্থানীয় বন বিভাগ উদ্ধার করে প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসলে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা দেন। 

 এরপর কথা উঠে কিভাবে এবং কোথায় পাখিটিকে  রাখা যায়। আরাম ঘর জীব বৈচিত্র্য রক্ষা কেন্দ্র বরাবরই পাক পাখালি নিয়ে কাজ করে বলে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিনের সাথে সংগঠনটির সম্পর্ক গড়ে উঠেছে। প্রাণিসম্পদ অফিস জানে সংগঠনটি এগুলো নিয়ে কাজ করে। তাই দুই বিভাগ মিলে সিদ্ধান্ত নেয় আরাম ঘর জীব বৈচিত্র রক্ষা কেন্দ্র কাছে হস্তান্তর করার জন্য। 

 রাজবাড়ী জেলা বন বিভাগের রেঞ্জ অফিসার শেখ হুমায়ুন কবির ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিনের কাছ থেকে সংগঠনের কো-অর্ডিনেটর আবু আব্দুল্লাহ স্বপন প্রাণিসম্পদ অফিসে গিয়ে পাখিটি বুঝে নেয়।

 মধ্য বয়সী এবং ডানায় মারাত্মকভাবে জখম হওয়া ঈগল পাখিটির সাধ্যমত চিকিৎসা সহ সকল ধরনের সেবা দেয়া হচ্ছে। চিকিৎসার বিষয়টি নিয়মিত তত্ত্বাবধান করছেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দিন।

 পাখিটি সুস্থ হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানান আরাম ঘরের প্রধান কর্ণধার সাংবাদিক লিটন চক্রবর্তী।

 জানা গেছে, গতকাল বুধবার সকালে বসন্তপুর ইউনিয়নের স্থানীয় লোকজন বিরল প্রজাতির এই ঈগল পাখিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা জরুরী পরিসেবা ৯৯৯ এ কল দেয়। পরে বন বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ রাজবাড়ী সামাজিক বন বিভাগকে জানালে তারা আহত অবস্থায় ঈগলটিকে উদ্ধার করে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসে। সেখানে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দিন পাখিটিকে চিকিৎসা সেবা প্রদান করেন। পরবর্তীতে প্রাণিসম্পদ অফিস ও সামাজিক বন বিভাগ আহত পাখিটিকে আরাম ঘরের কর্ণধর সাংবাদিক লিটন চক্রবর্তীর কাছে হস্তান্তর করেন।  

 রাজবাড়ী সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির বলেন, ৯৯৯ এ কল পেয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা আহত পাখিটিকে উদ্ধার করে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে হস্তান্তর করি। পরবর্তীতে তারা পাখিটির চিকিৎসা দিয়ে সাংবাদিক লিটন চক্রবর্তীর কাছে হস্তান্তর করা হয়েছে।

 রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দিন বলেন, বন বিভাগের কর্মকর্তারা পাখিটিকে আমাদের কাছে নিয়ে আসে। আমরা পাখিটির প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে সাংবাদিক লিটন চক্রবর্তীর কাছে হস্তান্তর করেছি। পাখিটি সুস্থ হলে তিনি প্রকৃতিতে অবমুক্ত করবেন।

 এ বিষয়ে সাংবাদিক লিটন চক্রবর্তী বলেন, আমরা সব সময়ে মানবিক কাজ করে থাকি। অসুস্থ ছিন্নমূল মানুষ কিংবা অসুস্থ পশু পাখিকে আমরা নিজেদের কাছে নিয়ে এসে যত্ন করে তাকে সুস্থ করে তুলি। এর আগেও আমরা একটি বিলুপ্ত প্রজাতির অসুস্থ পাখিকে উদ্ধার করে সুস্থ করে প্রকৃতিতে অবমুক্ত করেছিলাম। আমাদের এ ধরনের কাজ অব্যাহত থাকবে।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ