ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে স্বপ্ন সুপার শপে কেনাকাটায় লাকী কুপনের ড্র’তে পুরস্কার পেল ৭জন
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৭-০৫ ১৫:০৬:৩৩

 রাজবাড়ী শহরের শ্রীপুরে স্বপ্ন সুপার শপের লাকী কুপনের ‘ড্র’ গতকাল ৫ই জুলাই রাত ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ৭ জন ক্রেতা স্মার্ট টিভিসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার পেয়েছেন।

 জানা গেছে, প্রতি একমাস অন্তর অন্তর রাজবাড়ী শহরের শ্রীপুরে স্বপ্ন সুপার শপে লাকী কুপন ড্র করা হয়। তিন মাসে চার হাজারের বেশি কুপন জমা হয়েছিলো। সেই কুপনের মধ্যে থেকে ৭ জন ক্রেতা পুরস্কার এই পুরস্কার পান।

 লাকী কুপনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বপ্ন সুপার শপের শ্রীপুর শাখার পার্টনার মোঃ আবু তসলিম ও স্বপ্ন সুপার শপের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্য ক্রেতারা উপস্থিত ছিলেন।

 এবারের লাকী কুপন ড্র’তে ১ম পুরস্কার হিসেবে সনি র‌্যাংগস এর স্মার্ট টিভি পেয়েছেন রাজবাড়ী শহরের সজ্জনকান্দা নারায়ণবাবুর পুকুর চালা এলাকার বাসিন্দা এনআরবিসি ব্যাংকের অফিসার আকাশ। ২য় পুরস্কার হিসেবে মিয়াকো কোম্পানীর ইলেকট্রিক ওভেন পেয়েছেন রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গার বাসিন্দা খোন্দকার আরেফিন হোসেন মুগ্ধ, ৩য় পুরস্কার পেয়েছেন শহরের ভবানীপুরের ইঞ্জিঃ অরুন কুমার ও ৬ষ্ঠ পুরস্কার হিসেবে ক্লিক কোম্পানীর টেবিল ফ্যান পেয়েছে স্কুল ছাত্র খোন্দকার মুশফিকুর রহমান।

 ১ম পুরস্কার বিজয়ী আকাশ বলেন, আমি নিয়মিত স্বপ্ন সুপার শপ থেকে কেনাকাটা করে থাকি। ৫০০ টাকার বেশী কেনাকাটা করলে একটি কুপন দেওয়া হয়। এভাবে আমার অনেকগুলো কুপন জমা হয়েছিলো। আজ সেই কুপন ড্র হয়েছে। আমি প্রথম পুরস্কার হিসেবে সনি র‌্যাংগস এর স্মার্ট টিভি পেয়েছি। এতে আমি আনন্দিত।

 স্কুল ছাত্র খোন্দকার আরেফিন হোসেন মুগ্ধ বলেন, বাবার সাথে প্রতি মাসে বেশ কয়েকবার কেনাকাটা করতে আসি স্বপ্ন সুপার শপে। ৫০০ টাকার পণ্য কিনলেই একটি করে কুপন পাই। সেই কুপন ড্র’তে আজকে আমি ২য় পুরস্কার একটি ইলেকট্রিক ওভেন পেয়েছি। আমার অনেক ভালো লাগছে। একই সাথে আমার ছোট ভাই খোন্দকার মুশফিকুর রহমান ৬ষ্ঠ পুরস্কার হিসেবে একটি টেবিল ফ্যান পেয়েছে।

 উল্লেখ্য, এর আগে গত ৩০শে এপ্রিল রাতে ড্র অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ২৭শে ফেব্রুয়ারী রাজবাড়ী শহরের শ্রীপুর বাজারে প্রথম স্বপ্ন সুপার শপের উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত শপটি খোলা থাকে।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ