পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও বৃষ্টির কারণে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকাসহ আশেপাশের বাড়ী-ঘর রয়েছে হুমকীর মুখে।
পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত গেজ পাঠক সালমা খাতুন।
লঞ্চ ঘাটের পাশে অবস্থিত বাড়ীর মালিক সোহরাফ সেখ বলেন, যেভাবে হু হু করে পানি বাড়ছে তাতে আমাদের বাড়ী-ঘর থাকাটা মুশকিল হয়ে যাবে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অপর বাসিন্দা জড়িনা বেগম বলেন, সকালে বাড়ীর নীচে পানি দেখেছি দুপুরে গিয়ে দেখি বার ঘরের কাছে পানি চলে এসেছে। সরকারের কাছে আমাদের দাবী সরকার যেন নদী শাসনটা করে দেয়।
দৌলতদিয়া লঞ্চ ঘাট মালিক সমিতির ঘাট প্রতিনিধি মোঃ মোফাজ্জল হোসেন বলেন, পানি ও বৃষ্টির কারণে লঞ্চঘাট এলাকা অনেকটাই হুমকীর মুখে রয়েছে। আমরাসহ পারাপার হওয়া যাত্রীরা বৃষ্টিতে লঞ্চঘাটের পল্টুুনে আটকে থাকলে ভিজে কাকের বাচ্চা মতোর অবস্থা হয়।
লঞ্চ ঘাটের পল্টুনে বৃষ্টির সময় দাঁড়িয়ে থাকা ঢাকা ফেরত যাত্রী রোমান শাহরিয়ার বলেন, লঞ্চ ঘাটের পল্টুনের উপরের যাত্রী ছাউনীটার পরিকল্পনা ঠিক করে করা হয়নি। যার কারণে এখন বৃষ্টির মধ্যে আমার পরিবারের লোকজনসহ অনেকেই আটকে বৃষ্টিতে ভিজছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত গেজ পাঠক সালমা খাতুন বলেন, দৌলতদিয়ার পদ্মা নদীতে গত ২৪ ঘন্টায় ৩৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে এভাবে পানি বৃদ্ধি পেলে বিপদ সীমার উপর দিয়ে খুব তাড়াতাড়ি প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।