ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ভারী বৃষ্টিতে রাজবাড়ীর সকল নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৭-০৬ ১৫:৫০:৫১

উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে রাজবাড়ী জেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

 গত ২৪ ঘন্টায় জেলার ছয়টি পয়েন্টে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অচিরেই বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যেই পানি বৃদ্ধির কারণে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে।

 রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় (গত ৫ই জুলাই সকাল ৬ টা থেকে গতকাল ৬ই জুলাই সকাল ৬ টা পর্যন্ত) ০.১৭ মিটার পানি বৃদ্ধি পেয়ে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানির লেভেল রয়েছে ৭ দশমিক ৬৬ মিটার। এই পয়েন্টে পানির বিপদসীমা ৮ দশমিক ২০ মিটার।

 এছাড়া গত ২৪ ঘন্টায় কুমার নদের পানি ০.২৩ মিটার বৃদ্ধি পেয়ে পানির লেভেল রয়েছে ৭ দশমিক ৬৯ মিটার। এই পয়েন্টের পানির বিপদসীমা ৯ দশমিক ৬০ মিটার। একই সাথে গত ২৪ ঘন্টায় গড়াই নদীর পানি বেড়েছে ০.২৮ মিটার। এই নদীর কামারখালী ব্রিজ পয়েন্টে পানির বর্তমান লেভেল রয়েছে ৪ দশমিক ৮২ মিটার। এই পয়েন্টে পানির বিপদসীমা ৭ দশমিক ৭৫ মিটার।

 অপরদিকে, গত ২৪ ঘন্টায় হড়াই নদীর মহেন্দ্রপুর পয়েন্ট পানি বেড়েছে ০.২৩ মিটার।এই পয়েন্ট পানির লেভেল রয়েছে ৭.৮৪ মিটার। এই পয়েন্টে পানির বিপদসীমা ৯.৭৫ মিটার।

 পানি বৃদ্ধি পেয়েছে চন্দনা নদীতেও। গত ২৪ ঘন্টায় গতমপুর এলাকায় চন্দনা নদীর সেনগ্রাম পয়েন্টে পানি বেড়েছে ০.৩০ মিটার। এই পয়েন্টে বর্তমানে পানির লেভেল ৭ দশমিক ৮০ মিটার। এই পয়েন্টের পানির বিপদসীমা ১০ দশমিক ৫২ মিটার এবং গত ২৪ ঘন্টায় চত্রা নদীর নাড়ুয়া পয়েন্টে পানি বেড়েছে ০.২৮ মিটার। এই পয়েন্টে পানির লেভেল রয়েছে ৪ দশমিক ৯২ মিটার। এই পয়েন্টের পানির বিপদসীমা ৭ দশমিক ৮৫ মিটার।

 রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড(পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান বলেন, উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের বৃষ্টিতে রাজবাড়ী জেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার ৬টি পয়েন্ট গত ২৪ ঘন্টায় নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো কোথাও বিপদসীমা অতিক্রম করেনি। জেলার কোথাও এখনো বন্যার দেখা যায়নি এবং কোথাও পানি বন্দি মানুষ নেই। তবে পানি বৃদ্ধির কারণে দৌলতদিয়া ৬ ও ৭ নং ঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ