ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা॥২জন হেলপার নিহত
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৭-০৬ ১৫:৫১:১২

 রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলা ফায়ার সার্ভিসের পূর্বপাশে গড়িয়ানা কালীবাড়ি নামক স্থানে গতকাল ৬ই জুলাই সকাল ৬টায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ফলবাহী ট্রাকের পিছনে অপর ট্রাকের স্বজরে ধাক্কায় দুমড়ে মুচড়ে উভয় ট্রাকের ২জন হেলপার নিহত হয়েছে।

 নিহতরা হলো- কুষ্টিয়া জেলার খাজানগর গ্রামের ফেলু হোসেনের ছেলে মোঃ লিটন হোসেন(৩৫) ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের আনছারের ছেলে আনিছুর(৩৫)।

 জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ফায়ার সার্ভিস পূর্বপাশে কালীবাড়ি নামক স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ফলবাহি ট্রাক(ঢাকা-মেট্রো-ড ১৪-১২৩০) ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে সেখানে দাঁড়িয়ে ছিল। সকাল ৬টার দিকে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ফলের খালি ঝুড়ি ভর্তি ট্রাক(কুষ্টিয়া-ট-১১-১৫৩২) ওভারটেক করতে গেলে দাঁড়িয়ে থাকা ট্রাককে স্বজোরে পিছন থেকে ধাক্কা দিলে চলমান ট্রাকের হেলপার আনিসুর ট্রাকের সাথে গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় দাঁড়িয়ে ঢাকা ট্রাকের হেলপার লিটন হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে তিনি মারা যান।

 পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হারুন-অর রশিদ জানান, গড়িয়ানা কালিবাড়ি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির হেলপার লিটন ট্রাকের পিছনে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিল। হঠাৎ ওই ট্রাকের পিছন থেকে স্বজরে ধাক্কা দেয় কুষ্টিয়াগামী আরেকটি আম বোঝাই ট্রাক। এতে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ধাক্কা দেয়া ট্রাকের হেলপার আনিছুর নিহত হয়। অপর ট্রাকের হেলপার লিটনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। দু’জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ