ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বালিয়াকান্দিতে শোভাযাত্রার মধ্যমে জগন্নাথদেবের রথযাত্রার উদ্বোধন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৭-০৭ ১৫:৫৭:৫৫

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার উদ্বোধন করা হয়েছে।

 গতকাল ৭ জুলাই বিকালে শ্রী শ্রী গৌর নিতাই জগন্নাথ মন্দির (ইসকন) মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন রথযাত্রার উদ্বোধন করেন।

 মন্দিরের সভাপতি সুজিত সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী রতন ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু বক্তব্য রাখেন

 আলোচনা সভা শেষে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গন থেকে শুরু করে বালিয়াকান্দি বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ