উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে গতকাল ৭ই জুলাই বিকালে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে রথযাত্রার উদ্বোধন করেন।
রথযাত্রাটি লক্ষ্মীকোল হরিসভা(পুরাতন হরিসভা) থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথটি হাজারো ভক্তবৃন্দ রশি দিয়ে টেনে নিয়ে রাধা গোবিন্দ জিউর মন্দির সংলগ্নে রনজিৎ সাহার কালী মন্দিরের সামনে রাখেন।
রথযাত্রার উদ্বোধনকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, রাজবাড়ী লক্ষ্মীকোল হরিসভা মন্দিরের সভাপতি জয়দেব কর্মকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, মন্দির কমিটির সহ-সভাপতি শ্যামল পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস, রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন ডায়াবেটিক মেমোরিয়াল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অপূর্ব রায়, সুকান্ত রায়, উজ্জল সরকার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রথযাত্রায় সনাতন ধর্মালম্বী হাজারো নারী ও পুরুষ অংশ নেন।
অপরদিকে কৃষ্ণভাবনামৃত সংঘের(ইসকন) আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মহোৎসব অনুষ্ঠিত হয়।
বিকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী আনুষ্ঠানিকভাবে রথযাত্রা উদ্বোধন করেন। এ সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ(ইসকন) মন্দিরের সভাপতি জয়দেব কর্মকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ অনেকেই উপস্থিত ছিলেন।
রথযাত্রাটি ভবানীপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে হাজারো ভক্তবৃন্দ রশি দিয়ে টেনে নিয়ে কলেজপাড়া মন্দিরের সভাপতি জয়দেব কর্মকারের বাসভবনে রাখা হয়।
রথযাত্রা উপলক্ষ্যে মন্দিরে ও শোভাযাত্রায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত।
আগামী ১৫ই জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এ উৎসবের সমাপ্ত হবে। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।