ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী সদর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০৭-০৭ ১৬:০৪:১৪

রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ৭ই জুলাই বিকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 ফাইনালে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী।

 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেদায়েত আলী সোহরাব ও রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার। এ সময় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন রাজবাড়ী শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা।

 খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে লক্ষ্মীকোল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে আলাদিপুর আরসি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

 এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মূলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে চর নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

 বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় লক্ষèীকোল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার মোঃ রাতুল মোল্লা ও সেরা গোলদাতা হয় কবির আলী মন্ডল। 

 বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চরনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার উর্মি ও সেরা গোলদাতা হয় মোছাঃ লামিয়া আক্তার। 

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ