ঢাকা শনিবার, জুন ১৪, ২০২৫
রাজবাড়ীতে মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৬-০৮ ১৮:৪৩:১৬

রাজবাড়ীতে মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ গত ৬ই জুন বিকেল সাড়ে ৫টায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
 মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের আহ্বায়ক আজিজা খানমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউনাইটেড হসপিটালের চীফ কার্ডিওলজিস্ট ডাঃ এ.এন.এম. মোমেনুজ্জামান বক্তব্য রাখেন।
 নিলয় সাহার সঞ্চালনায় এ সময় মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সদস্য সচিব ফারুক উদ্দিনসহ মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 জানা গেছে, খেলায় ৬টি দল অংশগ্রহণ করছে। ফাইনালে রেড ক্যাসেল এফসি ও দ্যা ম্যাজেস্টিক্স দল অংশগ্রহণ করে। খেলার নির্ধারিত সময়ে উভয় দলই গোল শূন্য ড্র করে। পরে ট্রাইবেকারে রেড ক্যাসেল এফসি ৩-১ গোলে  দ্যা ম্যাজেস্টিক্স কে পরাজিত করে। ফাইনাল ম্যাচে ম্যান অফ দা ফাইনাল হয় ফারহান ইমতিয়াজ নাফি।ম্যান অফ দা টুর্নামেন্ট হয় সাকিবুল ইসলাম। গোল্ডেন বুট পান সালমান জামান হিমেল ও গোল্ডেন গ্লাভস পান ফারহান ইমতিয়াজ নাফি। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
 প্রথম সেমিফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ হয় হাসিবুল করিম ও দ্বিতীয় সেমি ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হয় সাকিবুল ইসলাম। এছাড়াও গ্রুপ পর্বের ম্যান অব দ্যা ম্যাচ হয় তামজিদ হায়দার পিয়াস, সৈয়দ ফেরদৌস সামি, যাদিদ হাসান, সালমান জামান হিমেল, মইম ও সাকিবুল ইসলাম।
 

রাজবাড়ীতে মেজবাহ্ উল করিম রিন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
এশিয়ান কাপ বাছাইপর্বে একই গ্রুপে লড়বে বাংলাদেশ-ভারত
সর্বশেষ সংবাদ