ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
গোয়ালন্দে ভোটারদের উদ্বুদ্ধ করতে ভোটের গাড়ীর প্রচারণা কার্যক্রম উদ্বোধন
  • আবুল হোসেন
  • ২০২৬-০১-১২ ১৪:৩১:০৬

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ভোটে গাড়ীর উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
 গতকাল ১২ই জানুয়ারী সকাল ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি এই প্রচারনার উদ্বোধন করেন।  
 উদ্বোধনকালে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী বলেন, এবার সংসদ নির্বাচনে ভোট দিবেন দুইটি। একটি দেবেন আপনার পছন্দের সংসদ সদস্য প্রার্থীকে। অন্য আরেকটি হ্যাঁ বা না ভোট দিবেন। জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ যেভাবে চাইবে সেই ভাবেই রাষ্ট্র পরিচালনা হবে। আপনরা সিদ্ধান্ত দেবেন দেশ আগামীতে চলবে কি ভাবে। দেশের চাবি জনগণের হাতে।
 তিনি আরো বলেন, এবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এই ভোটের গাড়ি প্রত্যেকটি জেলায় যাবে এবং সচেতনামূলক প্রচার চালাবে। 
 শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর তিনি বলেন, সরকারী কর্মকর্তারা নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে। যদি কোন কর্মকর্তা পক্ষপাতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গম চরাঞ্চলের মানুষকে ভোট কেন্দ্রে আনতে সরকার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ করে বৃদ্ধ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভোট কেন্দ্রে অগ্রাধিকার দেওয়া হবে।  
 এরআগে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরীকে গোয়ালন্দ উপজেলা চত্বরে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী উপজেলা পরিষদের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অতিদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেন।
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু বক্কার।
 এরপর বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অমর একুশে শহীদ মিনার উদ্বোধন করেন।
 

গোয়ালন্দে ভোটারদের উদ্বুদ্ধ করতে ভোটের গাড়ীর প্রচারণা কার্যক্রম উদ্বোধন
কালুখালীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
পাংশায় মাদ্রাসার পাশে মুরগির খামার অপসারণের দাবিতে মানববন্ধন পালন
সর্বশেষ সংবাদ