ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
রাজবাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০১-১২ ১৪:৩৪:৫৮

 ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আগামী ফেব্রুয়ারী ১২ তারিখে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে সকলের প্রত্যাশা নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অবাধ সুষ্ঠু একটা নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে সরকারও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
 গতকাল ১২ই জানুয়ারী দুপুর ১২টায় রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এবার একসাথে দুটো ভোট অনুষ্ঠিত হবে। পাঁচ বছরের জন্য জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য একটি ভোট ও আরেকটি গণভোট। এই গণভোট হচ্ছে দীর্ঘ মেয়াদি। এই ভোটের ফলাফল দেশের ও জাতির গতি প্রকৃতি নির্ধারণ করবে। এই গণভোট খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ের মানুষের কাছে গণভোট কি তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আপনার সকলের।
 তিনি বলেন, সরকারের পক্ষ থেকে গণভোটের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ এটা অনেকের কাছেই অজানা। গণভোটের ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। এ ব্যাপারে আপনারা যারা প্রার্থী রয়েছেন তারা গণভোটের বিষয়ে ভোটারদের সচেতন করবেন। যাতে প্রত্যেকটি ভোটার গণভোট কি সেটা বুঝতে পারে।
 বিভাগীয় কমিশনার বলেন, দীর্ঘদিন আমরা নির্বাচন কি জিনিস, আসলে নির্বাচন বলতে কি বুঝায় এর স্বাদ আমরা উপলব্ধি করতে পারিনি। আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছেন, বিগত ১৫ বছরে যারা ভোটার হয়েছেন তারা দেখতে পাননি ভোট কি জিনিস। প্রথম ভোট দেয়ার মধ্যে আনন্দ, উৎসাহ, অন্যরকম অনুভূতি কাজ করে। এই অনুভূতি থেকে গত ১৫ বছর আমরা অনেকেই বঞ্চিত হয়েছিলাম। এই প্রেক্ষাপটে কিন্তু আমাদের সেই জুলাই বিপ্লব হয়। আমাদের মত প্রকাশের স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা, ন্যায় বিচার পাবার স্বাধীনতা, একটা ইনসাফ পাবার অধিকার এসব কিছুর জন্যেই আমাদের জুলাই বিপ্লব।
 তিনি আরও বলেন, সেই গণঅভ্যুত্থানের পরবর্তী যে নির্বাচন সেটা আগামী ফেব্রুয়ারী ১২ তারিখে অনুষ্ঠিত হবে। এখানে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমরা যারা নির্বাচনের আয়োজনের সাথে জড়িত সবার দায়িত্ব সমান। আমি মনে করি এটা এক পাক্ষিক বিষয় না। যাদের জন্য নির্বাচন তারা যদি সহযোগিতা না করে তাহলে আমাদের কাঙ্খিত যে লক্ষ্য সবার কাছে একটা গ্রহণযোগ্য, আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়া, সারা বিশ্বের কাছে একটা গ্রহণযোগ্য হওয়া এটা কিন্তু সম্ভব না।
 বিভাগীয় কমিশনার প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচরণা চালান তাহলে নির্বাচনের পরিবেশ বিঘিœত হবার কোন কারণ আমি দেখি না। আপনারা যারা প্রার্থী রয়েছেন তারা সবাই দায়িত্বশীল আচরণ করবেন, প্রার্থীদের সমর্থকেরাও দায়িত্বশীল আচরণ করবেন। তাহলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। 
 শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, রাজবাড়ীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। দুর্গম অঞ্চলে যেসব ভোটকেন্দ্র স্থাপিত হবে প্রত্যেকটি বাহিনীর পক্ষ থেকে এগুলো নজরদারিতে রাখা হচ্ছে। আমরা দৃঢ় ভাবে আশাবাদী কোন কেন্দ্রেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না। ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলো সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে।
 তিনি বলেন, যারা বিগত সময়ে বিতর্কিত নির্বাচনের সাথে জড়িত ছিলো ও অতি উৎসাহী ছিলেন তাদের চিহ্নত করার চেষ্টা করছি। তারা যাতে কোন ভাবেই এই নির্বাচনের সাথে সম্পৃক্ত হতে না পারে সে বিষয়ে আমাদের নজরে আছে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, থানার কর্মকর্তারা কেউ কিন্তু তার পছন্দ মতন স্টেশনে যেতে পারেনি। তাদেরকে লটারির মাধ্যমে দেওয়া হয়েছে। এর একটাই উদ্দেশ্য তারা যেনো কারোর প্রতি পক্ষপাত মূলক আচরণ না করে।
 তিনি বলেন, অতীতে আমাদের যারা নির্বাচনী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল, তাদের অনেকের ভুল-ত্রুটি হয়েছে ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ ছিল। এটা আমার আপনার মতো সবাই জানেন, যা অস্বীকার করা যাবে না। সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই। বিশ্বাস করি, এ বছর তার পুনরাবৃত্তি হবে না।
 বিভাগীয় কমিশনার আশা প্রকাশ করে বলেন, রাজবাড়ীর মানুষ অত্যন্ত শান্তশিষ্ট, তাই নির্বাচন নিয়ে রাজবাড়ীতে আমাদের কোন চ্যালেঞ্জ দেখছি না। আশা করছি সকলের সহযোগিতায় রাজবাড়ীতে খুবই ভালো একটা নির্বাচন করতে পারবো।
 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ ও রাজবাড়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ বক্তব্য রাখেন।
 এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী-১ আসনের জামায়াত প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ জাহিদ হাসান, রাজবাড়ী-১ আসনের জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস, এনসিপির যুগ্ম সমন্বয়কারী পলাশ মাহমুদ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস ও জেলা এনজিও ফেডারেশনের সভাপতি মোঃ লুৎফর রহমান লাবুসহ প্রমূখ বক্তব্য রাখেন।
 মতবিনিময় সভায় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডঃ মোঃ মাহমুদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ন কবির, জেলা আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট(ভারপ্রাপ্ত) মোঃ জুয়েল রানা, বিজিবির ডিএডি জাকিরুল ইসলাম, র‌্যাবের প্রতিনিধি, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি), জেলা প্রশাসনের সহকারী কমিশনার, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 এ সময় নির্বাচনী আচরণবিধির বিষয়ে উপস্থাপনার পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, প্রার্থী, গণমাধ্যমকর্মী সহ অন্যান্যরা মতামত প্রকাশ করেন। 
 এছাড়াও  ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা, দুর্গম চরাঞ্চলের ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনের আগে অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনের আগে সন্ত্রাসীদের দমন করা, ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা বন্ধ করা, বিগত নির্বাচনে যেসব প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ সংশ্লিষ্টরা ফ্যাসিস্টদের সহযোগিতা করেছে তাদের বাদ দিয়ে নতুনদের নিয়ে ভোট গ্রহণ কার্যক্রমের ব্যবস্থার দাবি জানান তারা।
 মতবিনিময় সভার আগে প্রার্থীদরে আচরণ বিধি সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আবু বকর সিদ্দিক। মতবিনিময় সভার শুরুতেই বিভাগীয় কমিশনার উপস্থিত সকলের সাথে পরিচয় হন।
 মতবিনিময় সভা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জেলা প্রশাসক কার্যালয়ে কিডস কর্ণার, অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ড ও ইনডোর ব্যাডমিন্টন গ্রাউন্ড উদ্বোধন, জেলা প্রশাসকের বাংলোর মূল ফটক উদ্বোধন এবং জেলা প্রশাসন ও জেলা পরিষদের বাস্তবায়নাধীন ডিসি টাউন হল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 এর আগে সকালে তিনি গোয়ালন্দে ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচারণা ও উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করাসহ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

 

রাজবাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকা বিভাগীয় কমিশনারকে গোয়ালন্দে ফুলেল অভ্যর্থনা
সিংগা নিজাতপুরে বেগম খালেদা জিয়ার  রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ