সাম্প্রতিক সময়ে পাংশা উপজেলার বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়নের চরাঞ্চলে কয়েজন কৃষক রাসেলস ভাইপার সাপের সাপের আক্রমনের শিকার হয়েছে। বিষাক্ত সাপের কামড় থেকে রক্ষা পেতে এ দুই ইউনিয়নের কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে।
গতকাল ১১ই জুলাই দুপুরে পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাফর সাদিক চৌধুরী ৫৮ জন কৃষকের মাঝে গামবুট বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
গামবুট বিতরণকালে কৃষকদের রাসেলস ভাইপার সাপ সম্পর্কে সচেতন করা হয়।