বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে গতকাল ১১ই জুলাই সকালে রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ছিল “অন্তর্ভূক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যত গড়ি”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আলীফ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান ও গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে তানিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকারের সঞ্চালনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, রাজবাড়ী সদর উপজেলা মেডিকেল অফিসার(এম.সি.এইচ.এফপি) ডাঃ এ এইচ মুহাম্মাদুল্লাহ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা ও ইউনিয়নে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সহকারী পরিচালক মোহাম্মদ ইসতিয়াজ ইউনুস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, পরিকল্পিত জনসংখ্যাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হিসেবে জনশক্তিতে পরিণত করতে হবে। দেশের প্রত্যেকটি মানুষের হাতকে কাজে লাগিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে। তাহলেই আজকের বাংলাদেশ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত আগামীর উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।
তিনি আরও বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধি রোধ হয়েছে পরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণের ফলে। প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে। তাই জনসংখ্যা বৃদ্ধির হার সম্পর্কে জানতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। পরিবার পরিকল্পনা বিভাগ বাড়ী-বাড়ী ঘুরে বিভিন্ন ধরণের উপাত্ত সংগ্রহ করে, যার ওপর ভিত্তি করেই পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়।
সুস্থ-সবল জাতি গঠনে পরিবার পরিকল্পনার কোন বিকল্প নেই। এক্ষেত্রে দেশের উন্নয়নের স্বার্থে নারীদের অধিক হারে সম্পৃক্ত করতে হবে। তাই প্রধানমন্ত্রী কিশোর-কিশোরীর স্বাস্থ্য, নারীর শিক্ষা ও কর্মসংস্থানের জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর ফলে পরিবার পরিকল্পনা অধিদফতরের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে উল্লেখযোগ্য অবদানের জন্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং কর্মীকে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের সামিনা ইয়াসমিন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের শেখ মোঃ ফারুক, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা রাজবাড়ী সদরের খানগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের রোজিনা খন্দকার, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার খানগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মোঃ আরিফুল ইসলাম, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হয়েছে খানগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হয়েছে খানগনঞ্জ ইউনিয়ন, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ রাজবাড়ী সদর উপজেলা পরিষদ, শ্রেষ্ঠ বেসরকারী স্বাস্থ্যসেবী সংস্থা(ক্লিনিক) রাজবাড়ী সদরের মেরী স্টোপস ক্লিনিক, শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হয়েছে রাজবাড়ী শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এ ছাড়াও শ্রেষ্ঠ উপজেলা হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের পক্ষে সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম সোহান।
জানা গেছে, জুলাই মাসের প্রতিবেদন অনুযায়ী রাজবাড়ী জেলার মোট সক্ষম দম্পতির সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৭২৭ জন। পরিবার পরিকল্পনার মোট পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৮৬২ জন। পদ্ধতি গ্রহণকারীর হার ৭৭.২৭ শতাংশ। পদ্ধতি অগ্রহণকারীর সংখ্যা ৫৪ হাজার ৮৬৫ জন। জেলায় নিরাপদ মাতৃত্বের হার ৭৮ শতাংশ। জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ০.৮১ শতাংশ। জেলায় মাতৃমৃত্যুর হার ৪০ জন( প্রতি লক্ষ জীবিত জন্ম), জেলায় নবজাতকের মৃত্যুর হার ২ দশমিক ৫ জন(প্রতি হাজারে জীবিত জন্ম), জেলায় মোট প্রজনন হার ১.৯৭।