রাজবাড়ী জেলার পাংশায় ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ই জুলাই পাংশা শহরের আব্দুল মালেক প্লাজার কমিউনিটি সেন্টারে রাজবাড়ী হোমিও প্যাথিক কলেজ ও হাসপাতালের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন পাংশা উপজেলা শাখার সভাপতি ডাঃ স্বপন কুমার মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হাই সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ শেখ মোঃ ইফতেখার বক্তব্য রাখেন।
এতে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ রামমোহন সরদার, ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব ডাঃ মোঃ আমিরুল ইসলাম, পাংশা উপজেলা শাখার সহ-সভাপতি ও পাংশা সরকারী কলেজের শিক্ষক শিব শংকর চক্রবর্তী, ডঃ জয় কুমার বিশ্বাস, ডাঃ বিল্লাল হোসেন, ডাঃ আব্দুল মজিদ মিয়া ও ডাঃ আমিরুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা হোমিও প্যাথিক চিকিৎসা আলোচনা করেন। একই সাথে একটি শক্তিশালী এসোসিয়েশন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় পাংশা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হোমিও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।