ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ৪দফা দাবীতে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৭-১৩ ১৫:১৬:২৬

 দুঃশাসন, পাচারকৃত অর্থ ফেরত আনা, দুর্নীতি লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে গতকাল ১৩ই জুলাই বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে জেলা কমিউনিস্ট পার্টি।

 সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে সংগঠনের সাবেক সভাপতি আবুল কালাম, সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, বালিয়াকান্দি উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, পাংশা কমিউনিস্ট পার্টির নেতা ইলিয়াস খান ও জেলা কৃষক সমিতির সদস্য ক্বারী মোঃ শাহাবুদ্দিন বক্তব্য রাখেন। সমাবেশে সঞ্চালনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য আব্দুল হালিম।

 এ সময় বক্তারা এই সরকারের সমালোচনা করে বলেন, দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের সরকার বিদেশ যাওয়ার সুযোগ করে দিচ্ছে। সরকার দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাহায্য নিয়ে ক্ষমতায় আছে বলেই তাদের দুর্নীতি স্পষ্ট হওয়ার পরও কিছু বলছে না। তাই অবিলম্বে সরকারকে দুঃশাসন, পাচারকৃত অর্থ ফেরত, দ্রব্য মূল্যের দাম কমানোসহ দূর্নীতি লুটপাট বন্ধ করতে হবে।

 পরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ