রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের মৌকুড়ী মোল্লা পাড়া গ্রামে গত ১২ই জুলাই দুপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে মোঃ রাজিব হোসেন মোল্লা(৩০)।
রাজিব হোসেন মোল্লা একটি বেসরকারী প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত। তার পিতা মৌকুড়ী মোল্লা পাড়া গ্রামের মোঃ নাদের হোসেন মোল্লা।
গত শুক্রবার দুপুর ১২টার দিকে মৌকুড়ী মোল্লা পাড়া গ্রামের মোঃ আকবর বিশ্বাসের বাড়ীর সামনে ইটের হেরিং রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় রাজিব হোসেন মোল্লার বাম পায়ের হাঁটুর নিয়ে ভেঙ্গে গেছে। এ ঘটনায় রাজিব হোসেন মোল্লার পিতা মোঃ নাদের হোসেন মোল্লা বাদী হয়ে একই গ্রামের মোঃ ওহাব মোল্লার ছেলে মোঃ মুন্নাফ মোল্লার বিরুদ্ধে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নাদের হোসেন মোল্লা জানান, মুন্নাফ মোল্লার সাথে তাদের পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়াদি হয়ে বিরোধ চলছে। বিরোদের জের ধরে গত ১২ই জুলাই দুপুর ১২টার দিকে মোল্লা পাড়া মোড় হতে বাড়ী ফেরার পথে আকবর বিশ্বাসের বাড়ীর সামনে ইটের হেরিং রাস্তার উপর পৌঁছিলে রাজিব হোসেন মোল্লার পথরোধ করে মুন্নাফ মোল্লা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। রাজিব হোসেন মোল্লা তাকে গালিগালাজ করতে নিষেধ করলে মুন্নাফ মোল্লা ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে রাজিব হোসেন মোল্লাকে মারধর করে। রাজিব হোসেন মোল্লার বাম পায়ের হাঁটুর নিচে আঘাতের ফলে হাড় ভাঙ্গা জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। ঘটনার সময় রাজিব হোসেন মোল্লার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে গেলে খুন জখমের হুমকি দিয়ে মুন্নাফ মোল্লা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় রাজিব হোসেন মোল্লাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে ভর্তি করে।
পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রাজিব হোসেন মোল্লা জানায়, হামলায় তার বাম পায়ের হাঁটুর নিচে একাধিক স্থানে হাড় ভেঙ্গে গেছে। চিকিৎসক তাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে।