কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননা ও অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা।
গতকাল ১৬ই জুলাই বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় মানববন্ধনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রশিদ মিলন, জেলা কমিটির সভাপতি মাকসুদুর রহমান শাওন, সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, সদর থানা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি হাফিজুর রহমান, জেলা যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান তামান্না নাজনীন রেশমী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আদালতে বিচারাধীন মামলা নিয়ে কোন কথা বলা ঠিক না। এই দেশে কোটা থাকতে হবে। ৯০ ভাগ মানুষ ছিলো মুক্তিযোদ্ধা, তাই তাদের সন্তানদের জন্য হলেও কোটা রাখতে হবে। যারা রাজাকার নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ দেশ স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য। মুক্তিযোদ্ধাদের অবদানের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীরা সেটা অস্বীকার করছে। তারা মুক্তিযোদ্ধাদের কোন গুরুত্ব দিচ্ছে না। তারা কি জানেনা আমরা মুক্তিযুদ্ধ না করলে দেশ স্বাধীন হতো না। আমরা অবিলম্বে মুক্তিযোদ্ধা কোটা বহাল চাই এবং এই সব শিক্ষার্থীরা যারা বিএনপি ও জামায়াতের উস্কানিতে মাঠে আন্দোলনের নেমে নৈরাজ্য সৃষ্টি করছে তাদের বিচার চাই।