ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ছাত্রদলের মিছিলে পুলিশের বাঁধা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৭-১৭ ১৬:১৫:১৫

 বৈষম্যমূলক কোটা ব্যবস্থার সংস্কারের যৌক্তিক দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে গতকাল ১৭ই জুলাই দুপুরে রাজবাড়ীতে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল।

জানা গেছে, গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়। এ গায়েবী জানাযা শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে রাজবাড়ী জেলা ছাত্রদল।

 বিক্ষোভ মিছিলটি আজাদী ময়দানের প্রধান ফটকের সামনে এলে পুলিশ মিছিলে বাঁধা দেয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেয়। পরে পুলিশের সাথে আধাঘন্টা বাকবিতন্ডা শেষে মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে যায়।

 জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রোমান বলেন, গতকাল রংপুরের আবু সাঈদ নামের একজন শিক্ষার্থী গুলি করে হত্যা করে পুলিশ। আমিওতো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দাদা ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার। আমার নানা ছিলেন মুক্তিযোদ্ধা। কই আমরা তো কোন কোটা চাই না। আমরা আমাদের ভাইদের জন্য লড়াই করে যাচ্ছি। ছাত্রদলের ইতিহাসে কখনো অপরাজনীতি করে নাই, ভাংচুর, জ্বালাও পোড়াও করে নাই। বরং ছাত্রলীগ, যুবলীগ জ্বালাও পোড়াও করে। আমাদের এই ভাইদের ওপর ছাত্রলীগ ও যুবলীগ যেভাবে হামলা করেছে, যেভাবে গুলি করে নিহত করেছে তারই প্রতিবাদে রাজবাড়ী জেলা ছাত্রদল রাস্তায় নেমেছে। আমি অসুস্থ মানুষ হয়েও ঘরে বসে থাকতে পারি নাই। ওই রংপুরের আবু সাঈদ যখন বুকের তাজা রক্ত দিয়ে বুক পেতে দিয়ে গুলি খেয়ে মারা গেলো। আমরা এর বিচার চাই। আমরা কোটা আন্দোলনের পক্ষে রয়েছি, থাকবো।

 মিছিলে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনসহ জেলা ছাত্রদল ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক এবং সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ