ঢাকা শনিবার, জুন ১৪, ২০২৫
রাজবাড়ীতে বিএনপি কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত শিক্ষার্থীদের গায়েবী জানাযা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৭-১৭ ১৬:১৫:৫৪

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১৭ই জুলাই দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে প্রাঙ্গনে গণতান্ত্রিক আন্দোলনে সমমনা দলের ব্যানারে এ গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়।

 গায়েবী জানাজায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এডঃ কামরুল আলম ও সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।

 এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

 জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু বলেন,  এই অবৈধ ও নির্যাতনকারী সরকার ছাত্রদের কণ্ঠরোধ করার জন্য তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করছে। এই সরকার ছাত্রদের ন্যায্য অধিকার থেকে পিছিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে তাদের পেটোয়া বাহিনীর ওপর ভর করে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। দেশের আপামর জনতা বিনা ভোটের সরকারকে আর ক্ষমতায় দেখতে চাই না। এদেশের মানুষ এই আইয়ামে জাহিলাতে সরকার থেকে নাজাত চায়, মুক্তি চাই। এই পথ তরান্বিত করার জন্য আজকের এই শোককে শক্তিতে রুপান্তরিত করার জন্য অনতিবিম্বে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এদেশে আবার জনগণ পথে নামবে, রাজপথ বন্ধ করে দিবে। সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই সরকারকে বিতাড়িত করবে।

 সংক্ষিপ্ত আলোচনা শেষে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পরিচালনা করে হাফেজ আরাফাত হোসেন।

 
ঈদ শেষে দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়
কাজীকান্দা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন সাবেক এমপি খৈয়ম
শব্দ দূষণ রোধে রাজবাড়ীতে দুইটি যানবাহনকে জরিমানা
সর্বশেষ সংবাদ