জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে রাজবাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০শে জুলাই রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম বক্তব্য রাখেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ ও দৈনিক মাতৃকণ্ঠের সিনিয়র রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
রাজবাড়ী সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামালের সঞ্চালনায় এ সময় এনডিসি নাহিদ আহমেদ, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক লতিফুর রহমান, জেলা সহকারী মৎস্য অফিসার(ইলিশ প্রকল্প) বনি আমিন পিয়াস, জেলা মৎস্য অফিসের হিসাব রক্ষক মোঃ আব্দুল খালেকসহ জেলার বিভিন্ন মৎস্য খামারের মৎস্যজীবী ও মৎস্য চাষীসহ মৎস্য ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন বলেন, একটু একটু ভালো কাজ সমাজে অনেক বড় অবদান রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। ভালো উদ্যোক্তা তৈরি করতে হবে। বিষ প্রয়োগ করে মাছ নিধন করা যাবে না। সবাই মিলে এটাকে বন্ধ করতে হবে। কারেন্ট জাল, চায়না দুয়ারীসহ অন্যান্য সকল অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধন করা যাবে না। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য সবাইকে সচেতন হতে হবে। মুরগির লিটার মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না।
পরিশেষে কোটা সংস্কার আন্দোলনে যারা অকালে প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা এবং যারা অসুস্থ আছে তাদের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
উল্লেখ্য, এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য “ভরবো মাছ মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। গতকাল ৩০ শে জুলাই থেকে আগামী ৫ই আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী এ মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হবে।