ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ী থেকে সীমিত পরিসর ও স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৮-০১ ১৫:০৬:৫৬

১৪ দিন বন্ধ থাকার পর গতকাল ১লা আগস্ট সকাল হতে রাজবাড়ী স্টেশন থেকে থেকে সীমিত পরিসর ও স্বল্প দূরত্বে চলাচল শুরু করেছে ৩টি লোকাল ট্রেন। 

 রাজবাড়ী রেলস্টেশন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী স্টেশন থেকে রাজবাড়ী টু ভাঙ্গাগামী “রাজবাড়ী এক্সপ্রেস” চলাচলের মাধ্যমে শুরু হয় ট্রেন চলাচল। সেই সঙ্গে সকাল পৌনে ৭টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় শাটল ট্রেন। পরে ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে যায় পোড়াদহের উদ্দেশ্যে।

 এছাড়া সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী স্টেশন থেকে “ভাটিয়াপাড়া এক্সপ্রেস” ট্রেনটি রাজবাড়ী থেকে ছেড়ে যায় ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে। স্বল্প পরিসরে লোকাল ট্রেন চালু হলেও আন্তঃনগর ট্রেন এখনো চালুর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

 রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ১লা আগস্ট সকাল হতে রাজবাড়ী থেকে তিনটি লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে “রাজবাড়ী এক্সপ্রেস” ভাঙ্গায় এবং “শাটল” ট্রেন গোয়ালন্দ ঘাট হয়ে পোড়াদহের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সকাল সাড়ে ১০টার দিকে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় “ভাটিয়াভাড়া এক্সপ্রেস” ট্রেন। সব ট্রেনেই যাত্রী তুলনামূলক কম। তবে আশা করা হচ্ছে যাত্রীর সংখ্যা দ্রুতই বাড়বে।

 উল্লেখ্য, গত ১৮ই জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচীর দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন ঢাকার মহাখালীতে রেল লাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটে। এদিন থেকে একটানা গত ৩১শে জুলাই পর্যন্ত রাজবাড়ীতে বন্ধ থাকে সব ধরণের ট্রেন চলাচল।

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ