ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
সন্ত্রাসী দুর্বৃত্তদের হামলায় পাট্টা ইউনিয়নের চেয়ারম্যানের গাড়ী চালক রুমান হাসপাতালে
  • প্রতিনিধি
  • ২০২৪-০৮-০২ ১৫:৩৩:৫৩

 সন্ত্রাসী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু শয্যায় রয়েছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের ব্যক্তিগত গাড়ী চালক(মোটর সাইকেল) রুমান আলী।

 সে পাট্টা ইউনিয়নের ঢেপা মাজাইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

 গত ২১শে জুলাই বিকেলে পাট্টা ইউনিয়নের বাহের মোড় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়নের বিলজোনা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে বিমান বিশ্বাস মোটর সাইকেলযোগে এসে মুনা বিশ্বাসের ড্রাইভার রুমানকে মোটর সাইকেলের গতিরোধ করে কুপিয়ে জখম করে। 

 এ সময় স্থানীয়রা রুমান আলীকে প্রথমে পাংশা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

 সেখান থেকে তার অবস্থা আশংস্কাজনক হওয়ায় ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিল রুমান। ঢাকা মেডিকেলে রুমান আলীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে বাড়ীতে নিয়ে আসা হয়। তবে গতকাল ২রা আগস্ট তার শারিরিক অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

 আহত রুমান আলীর পিতা সাইদুল ইসলাম বলেন, বর্তমানে আমার ছেলে মৃত্যু শয্যায়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে মেরে ফেলার উদ্দ্যেশে হামলা করা হয়েছিল। দিনের বেলায় প্রকাশ্যে এমন হামলার ঘটনার বিচার আমি দেখতে চাই।  আমার ছেলের দোষ একটাই সে পাট্টার চেয়ারম্যানের সাথে থাকে এবং তার গাড়ী চালায়। এ ঘটনার আমি সঠিক বিচার চাই। 

 এ ঘটনায় রুমানের পিতা সাইদুল বাদী হয়ে পাংশা মডেল থানায় গত ২৪শে জুলাই ১৪৩/ ৩৪১/ ৩০৭/৩২৬/৩২৩/৫০৬ ধারায় বিমান বিশ্বাসকে প্রধান আসামী করে ৩জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত ২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রুমানের পিতা সাইদুল ইসলাম বলেন, মামলা করলেও আজ পর্যন্ত কোন পুলিশ আসামীকে গ্রেফতার করতে পারেনি।

 অপরদিকে, একই দিনে এ মামলার আসামী বিমান বিশ্বাস বিলজোনা গ্রামের তপন কুমার মন্ডলকে মারধর করলে তপনের স্ত্রী সাধনা মন্ডল বাদী হয়ে বিমান বিশ্বাস, অরবিন্দু বিশ্বাস ও তার পিতা অজিত বিশ্বাসের বিরুদ্ধে একই দিনে মামলা দায়ের করেন। সেই মামলায়ও অদৃশ্য কারণে আসামীরা গ্রেফতার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

 এ ব্যাপারে পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস বলেন, রুমান আমার গাড়ী চালক। ঘটনার দিন আমরা দাওয়াত খেয়ে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা দিয়ে বাহের মোড় যাচ্ছিলাম। আমরা আলাদা গাড়ীতে থাকায় আমি আগে চলে যাই। রুমান আস্তে আস্তে আসছিল। এ সময় বিমান বিশ্বাস বিলজোনা গ্রামের তপন মন্ডলকে মারধর করে চলে যাচ্ছিল। পথে রুমানকে একা গাড়ীতে দেখতে পেয়ে মটর সাইকেল ঘুড়িয়ে এসে রুমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং পিঠে লোহার রড দিয়ে আঘাত করে। এ ঘটনায় মামলা হয়েছে তবে পুলিশ কাউকে ধরেনি। 

 এ মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা থানার এসআই সেলিম হোসেন বলেন, আসামীরা এলাকা ছাড়া হয়েছে। গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। 

 
রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ