বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবীতে ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খুশিতে রাজবাড়ীতে বিজয় মিছিল করছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও আমজনতা।
এদিকে ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ে ছাত্র জনতাকে শুভেচ্ছা জানিয়েছেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
গতকাল ৫ই আগস্ট রাত ৯টার দিকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে ছাত্র জনতাকে এ শুভেচ্ছা জানান।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার স্ট্যাটাসে লেখেন, “ছাত্র জনতার এই অবিস্মরণীয় বিজয়ের শুভেচ্ছা। সকলকে শান্ত থাকতে অনুরোধ করছি"।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচীতে ঢাকায় লাখো ছাত্রজনতার ঢল নামে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে তিনি ভারতের উদ্দেশে রওনা দেন। এ খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতে জনসাধারণ।